০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

সরকার নিষিদ্ধ করলেও দলীয় কর্মকান্ড চালাবে জামায়াত

  • প্রবাস বাংলা
  • আপডেট সময় : ০৫:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ৬৬ ভিউ

অনলাইন ডেস্ক :

বেশ কয়একদিন থেকে গুঞ্জন ছিলো জামায়াত শিবির নিষিদ্ধের। অবশেষে নির্বাহী আদেশে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। সন্ত্রাসবিরোধী আইনে তাদের নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জামায়াত-শিবির এবং এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়। এই আদেশ দ্রুত কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইন, সরকার ২০০৯-এর ধারা ১৮ (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠককে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনের তফসিল-২ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠককে নিষিদ্ধ সত্ত্বা হিসাবে তালিকাভুক্ত করিল।

#
এদিকে জামায়াত ইসলামী তাদের টেলিগ্রামে দেয়া এস বিজ্ঞপ্তিতে বলেন-
সরকার নিজেদের অপকর্ম আড়াল করার জন্য মিথ্যা অপবাদ দিয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন।

দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম আরো বলেন- জামায়াত তার সব কর্মসূচি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে অব্যাহত রাখবে। সরকারের এই সিদ্ধান্ত দেশের জনগণ নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং শান্তিপূর্ণভাবে মোকাবিলা করবে।

গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করে এ টি এম মা’ছুম বলেন, কোনো দলকে সরকারি ফরমানে নিষিদ্ধ ঘোষণা করলেই নিষিদ্ধ হয়ে যায় না। যে দলের সঙ্গে কোটি কোটি মানুষের সম্পৃক্ততা, সে দল কোনো সরকারি ফরমানে নিষিদ্ধ হয়ে যেতে পারে না।

সরকার নিষিদ্ধ করলেও দলীয় কর্মকান্ড চালাবে জামায়াত

আপডেট সময় : ০৫:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

অনলাইন ডেস্ক :

বেশ কয়একদিন থেকে গুঞ্জন ছিলো জামায়াত শিবির নিষিদ্ধের। অবশেষে নির্বাহী আদেশে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। সন্ত্রাসবিরোধী আইনে তাদের নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জামায়াত-শিবির এবং এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়। এই আদেশ দ্রুত কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইন, সরকার ২০০৯-এর ধারা ১৮ (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠককে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনের তফসিল-২ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠককে নিষিদ্ধ সত্ত্বা হিসাবে তালিকাভুক্ত করিল।

#
এদিকে জামায়াত ইসলামী তাদের টেলিগ্রামে দেয়া এস বিজ্ঞপ্তিতে বলেন-
সরকার নিজেদের অপকর্ম আড়াল করার জন্য মিথ্যা অপবাদ দিয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন।

দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম আরো বলেন- জামায়াত তার সব কর্মসূচি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে অব্যাহত রাখবে। সরকারের এই সিদ্ধান্ত দেশের জনগণ নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং শান্তিপূর্ণভাবে মোকাবিলা করবে।

গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করে এ টি এম মা’ছুম বলেন, কোনো দলকে সরকারি ফরমানে নিষিদ্ধ ঘোষণা করলেই নিষিদ্ধ হয়ে যায় না। যে দলের সঙ্গে কোটি কোটি মানুষের সম্পৃক্ততা, সে দল কোনো সরকারি ফরমানে নিষিদ্ধ হয়ে যেতে পারে না।