০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

কোটা আন্দোলন আটককৃত প্রবাসীদের মুক্তির দাবি

  • প্রবাস বাংলা
  • আপডেট সময় : ১২:২৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • ৬২ ভিউ

নিউজ ডেস্ক: কোটা আন্দোলন সংযুক্ত আরব আমিরাতে কারাদণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিসহ, এই আন্দোলনকে সমর্থন দিতে গিয়ে, বিভিন্ন দেশে আটককৃতদের মুক্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন, বাংলাদেশী ইসলামি মক আলোচক মাওলানা আহমাদউল্লাহ। সেই সাথে প্রবাসীরা মুক্তির দাবি তুলেছেন প্রবাসীরাও।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়ে সরকার বিরোধী বিক্ষোভের কারণে। সংযুক্ত আরব আমিরাতে ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির আবু ধাবির ফেডারেল আপিল কোর্ট।

তাদের মুক্তির ব্যবস্থা করতে সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের দাবি জানিয়েছেন প্রবাসীরা। তখন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আরব আমিরাতের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ করেছেন।

৫৭ জন বাংলাদেশীর মধ্যে তিনজনকে যাবজ্জীবন দেয়া হয়েছে। বাকিদের মধ্যে ৫৩ জনকে ১০ বছরের জেল আর একজনকে অবৈধভাবে আরব আমিরাতে থাকায় এক বছর অতিরিক্ত কারাদণ্ড দেয়া হয়েছে। তাকে কারাগারে থাকতে হবে ১১ বছর।

একজন প্রবাসী বলেন, ‘আমার নতুন সরকারের কাছে প্রথম দাবি, সংযুক্ত আরব আমিরাতে ছাত্রদের জন্য মিছিলে গ্রেপ্তার হওয়া প্রবাসী ভাইদের মুক্তির ব্যবস্থা করা। আর যে ছাত্র ভাইরা অসুস্থ, তাদেরকে চিকিৎসা দেওয়া।’ ছাত্র আন্দোলনে অনেক প্রবাসী আরব আমিরাতে গ্রেফতার হয়েছে বলেও জানান তিনি।

এদিকে ইসলামীক বক্তা আহমাদ উল্লাহ ফেজবুক লিখেন.- মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেক প্রবাসী বাংলাদেশি বৈষম্য-বিরোধী আন্দোলনের প্রতি একাত্মতা ও সমর্থন প্রকাশের জন্য মিছিল-সমাবেশ করে গ্রেফতার হয়েছেন। সেসব দেশে যে মিছিল-সমাবেশ নিষিদ্ধ, তা হয়ত তারা জানতেন না অথবা বিবেকের তাড়নায় ও আবেগের বশবর্তী হয়ে এ কাজ করে বিপদে পড়েছেন।

নতুন সরকারের উচিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের মুক্ত করার ব্যবস্থা করা; প্রয়োজনে দেশে ফিরিয়ে আনা। আশা করি তারা প্রবাসী ভাইদের মুক্ত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন।

কোটা আন্দোলন আটককৃত প্রবাসীদের মুক্তির দাবি

আপডেট সময় : ১২:২৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

নিউজ ডেস্ক: কোটা আন্দোলন সংযুক্ত আরব আমিরাতে কারাদণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিসহ, এই আন্দোলনকে সমর্থন দিতে গিয়ে, বিভিন্ন দেশে আটককৃতদের মুক্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন, বাংলাদেশী ইসলামি মক আলোচক মাওলানা আহমাদউল্লাহ। সেই সাথে প্রবাসীরা মুক্তির দাবি তুলেছেন প্রবাসীরাও।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়ে সরকার বিরোধী বিক্ষোভের কারণে। সংযুক্ত আরব আমিরাতে ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির আবু ধাবির ফেডারেল আপিল কোর্ট।

তাদের মুক্তির ব্যবস্থা করতে সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের দাবি জানিয়েছেন প্রবাসীরা। তখন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আরব আমিরাতের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ করেছেন।

৫৭ জন বাংলাদেশীর মধ্যে তিনজনকে যাবজ্জীবন দেয়া হয়েছে। বাকিদের মধ্যে ৫৩ জনকে ১০ বছরের জেল আর একজনকে অবৈধভাবে আরব আমিরাতে থাকায় এক বছর অতিরিক্ত কারাদণ্ড দেয়া হয়েছে। তাকে কারাগারে থাকতে হবে ১১ বছর।

একজন প্রবাসী বলেন, ‘আমার নতুন সরকারের কাছে প্রথম দাবি, সংযুক্ত আরব আমিরাতে ছাত্রদের জন্য মিছিলে গ্রেপ্তার হওয়া প্রবাসী ভাইদের মুক্তির ব্যবস্থা করা। আর যে ছাত্র ভাইরা অসুস্থ, তাদেরকে চিকিৎসা দেওয়া।’ ছাত্র আন্দোলনে অনেক প্রবাসী আরব আমিরাতে গ্রেফতার হয়েছে বলেও জানান তিনি।

এদিকে ইসলামীক বক্তা আহমাদ উল্লাহ ফেজবুক লিখেন.- মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেক প্রবাসী বাংলাদেশি বৈষম্য-বিরোধী আন্দোলনের প্রতি একাত্মতা ও সমর্থন প্রকাশের জন্য মিছিল-সমাবেশ করে গ্রেফতার হয়েছেন। সেসব দেশে যে মিছিল-সমাবেশ নিষিদ্ধ, তা হয়ত তারা জানতেন না অথবা বিবেকের তাড়নায় ও আবেগের বশবর্তী হয়ে এ কাজ করে বিপদে পড়েছেন।

নতুন সরকারের উচিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের মুক্ত করার ব্যবস্থা করা; প্রয়োজনে দেশে ফিরিয়ে আনা। আশা করি তারা প্রবাসী ভাইদের মুক্ত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন।