০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

ওমানে ইলিশ আর রসমালাই দিয়ে পিঠা উৎসবে প্রথমস্থান দখল কুমিল্লা উইংস্ এর

  • প্রবাস বাংলা
  • আপডেট সময় : ০২:৩৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৪০ ভিউ

ফোরকান মাহমুদ, মাস্কাট ওমান; গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সব পিঠার সমাহার নিয়ে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের মহিলা উইং আয়োজন করছে পিঠা উৎসব-২০২৪।

ওমান বারকা আল নাহদা রিসোর্টে গত ১৬ ফেব্রুয়ারি দিনব্যাপী আয়োজিত হয় এই পিঠা উৎসব।

উৎসবটির উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে ওমান বাংলাদেশ দূতাবাস মান্যবর রাষ্ট্রদূত নাজমুল ইসলাম ও তার সহধর্মিণী।

ক্লাবের সাধারণ সম্পাদক এমএন আমিন ও ডাঃ জান্নাতুল নাঈম জুঁই এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক (সিআইপি)।

উল্লেখ্য, প্রথমবারের মত অংশগ্রহণ করে এবারের পিঠা উৎসব এ ১ম স্থান অর্জন করে কুমিল্লা উইং।

ওমানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত নাজমুল ইসলাম প্রতিটি স্টলগুরে কুমিল্লা’র বিভিন্ন সুস্বাদু পিঠা, কুমিল্লার রসমালাই, এবং দেশ থেকে নিয়ে আশা ইলিশকে প্রথমস্থানে নির্বাচিত করেন।

জানাযায়, সোশ্যাল ক্লাবের পিঠা উৎসবকে গিরে দেশ থেকে বিমানযোগে দেশীয় আর কুমিল্লার রসমালাই নিয়ে আসা হয় ওমানে।

কুমিল্লা উইংস্ প্রথমস্থান অর্জন করায়, উইং এর সকল নেতৃবৃন্দ ও যারা অক্লান্ত পরিশ্রম করে কুমিল্লাকে প্রবাসের মাটিতে তুলে ধরেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বৃহত্তর কুমিল্লা উইংস্ এর আহবায়ক – ইঞ্জিনিয়ার ফোরকান উদ্দিন, যুগ্ন আহবায়ক- ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান, সদস্য সচিব – ইইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম।

প্রবাসের মাটিতে দীর্ঘ সময় থেকে নিয়মিত হয়ে আসা এই উৎসবে বাহারি নাম ও দেশীয় সাজসজ্জার হরেক রকমের পিঠাপুলি ছিল উৎসবের প্রতিটি স্টলে।

ওমানে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলো পিঠা নিয়ে স্টলগুলোতে হাজির হন। ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের এর অনুমোদিত বৃহত্তর নোয়াখালী উইংস, কুমিল্লা উইংস, চিটাগং উইংস, উইমেন্স উইং এবং (প্রস্তাবিত) বৃহত্তর ঢাকা উইংস, উত্তর বঙ্গ উইংস, ইঞ্জিনিয়ার উইংস্ পিঠা উৎসব অংশগ্রহণ করে নিজেদের পিঠা তৈরি করে উপস্থাপন করেন যার মধ্যে অগ্রাধিকার পায় দেশীয় পিঠাগুলো।

উপস্থিত হওয়া উইংগুলোর মাঝে উৎফুল্ল মনোভাব লক্ষ্য করা যায়, উইং ছাড়াও উপস্থিত ছিলেন বহু সংখ্যক ওমান প্রবাসী বাংলাদেশি।

উৎসবটি আয়োজনের ফলে সকল প্রবাসীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজমান সহ আনন্দঘন পরিবেশ ছিলো, এই উৎসব তৈরি হয় একটি মিনি বাংলাদেশ।
খুবই সুন্দর সময় কাটিয়েছেন বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

এদিকে অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা উইংস্ পরিচালিত “স্টলটিতে ১৮-২৫ এর অধিক জাতের পিঠা নিয়ে তারা উপস্থিত হয়।

কুমিল্লা উইংস্ ছাড়াও আরো ছয়টি উইং নিজেদের নামে স্টল সাজিয়ে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন।

সোশ্যাল ক্লাবের কর্মকর্তা এবং ইউংগুলো মাঝেও উৎসবটিকে সফল করার প্রচেষ্টা লক্ষ্য করা যায়

দুবাই কনসাল জেনারেল কে বিদায় সংবর্ধনা দিয়েছে

ওমানে ইলিশ আর রসমালাই দিয়ে পিঠা উৎসবে প্রথমস্থান দখল কুমিল্লা উইংস্ এর

আপডেট সময় : ০২:৩৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪

ফোরকান মাহমুদ, মাস্কাট ওমান; গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সব পিঠার সমাহার নিয়ে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের মহিলা উইং আয়োজন করছে পিঠা উৎসব-২০২৪।

ওমান বারকা আল নাহদা রিসোর্টে গত ১৬ ফেব্রুয়ারি দিনব্যাপী আয়োজিত হয় এই পিঠা উৎসব।

উৎসবটির উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে ওমান বাংলাদেশ দূতাবাস মান্যবর রাষ্ট্রদূত নাজমুল ইসলাম ও তার সহধর্মিণী।

ক্লাবের সাধারণ সম্পাদক এমএন আমিন ও ডাঃ জান্নাতুল নাঈম জুঁই এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক (সিআইপি)।

উল্লেখ্য, প্রথমবারের মত অংশগ্রহণ করে এবারের পিঠা উৎসব এ ১ম স্থান অর্জন করে কুমিল্লা উইং।

ওমানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত নাজমুল ইসলাম প্রতিটি স্টলগুরে কুমিল্লা’র বিভিন্ন সুস্বাদু পিঠা, কুমিল্লার রসমালাই, এবং দেশ থেকে নিয়ে আশা ইলিশকে প্রথমস্থানে নির্বাচিত করেন।

জানাযায়, সোশ্যাল ক্লাবের পিঠা উৎসবকে গিরে দেশ থেকে বিমানযোগে দেশীয় আর কুমিল্লার রসমালাই নিয়ে আসা হয় ওমানে।

কুমিল্লা উইংস্ প্রথমস্থান অর্জন করায়, উইং এর সকল নেতৃবৃন্দ ও যারা অক্লান্ত পরিশ্রম করে কুমিল্লাকে প্রবাসের মাটিতে তুলে ধরেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বৃহত্তর কুমিল্লা উইংস্ এর আহবায়ক – ইঞ্জিনিয়ার ফোরকান উদ্দিন, যুগ্ন আহবায়ক- ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান, সদস্য সচিব – ইইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম।

প্রবাসের মাটিতে দীর্ঘ সময় থেকে নিয়মিত হয়ে আসা এই উৎসবে বাহারি নাম ও দেশীয় সাজসজ্জার হরেক রকমের পিঠাপুলি ছিল উৎসবের প্রতিটি স্টলে।

ওমানে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলো পিঠা নিয়ে স্টলগুলোতে হাজির হন। ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের এর অনুমোদিত বৃহত্তর নোয়াখালী উইংস, কুমিল্লা উইংস, চিটাগং উইংস, উইমেন্স উইং এবং (প্রস্তাবিত) বৃহত্তর ঢাকা উইংস, উত্তর বঙ্গ উইংস, ইঞ্জিনিয়ার উইংস্ পিঠা উৎসব অংশগ্রহণ করে নিজেদের পিঠা তৈরি করে উপস্থাপন করেন যার মধ্যে অগ্রাধিকার পায় দেশীয় পিঠাগুলো।

উপস্থিত হওয়া উইংগুলোর মাঝে উৎফুল্ল মনোভাব লক্ষ্য করা যায়, উইং ছাড়াও উপস্থিত ছিলেন বহু সংখ্যক ওমান প্রবাসী বাংলাদেশি।

উৎসবটি আয়োজনের ফলে সকল প্রবাসীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজমান সহ আনন্দঘন পরিবেশ ছিলো, এই উৎসব তৈরি হয় একটি মিনি বাংলাদেশ।
খুবই সুন্দর সময় কাটিয়েছেন বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

এদিকে অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা উইংস্ পরিচালিত “স্টলটিতে ১৮-২৫ এর অধিক জাতের পিঠা নিয়ে তারা উপস্থিত হয়।

কুমিল্লা উইংস্ ছাড়াও আরো ছয়টি উইং নিজেদের নামে স্টল সাজিয়ে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন।

সোশ্যাল ক্লাবের কর্মকর্তা এবং ইউংগুলো মাঝেও উৎসবটিকে সফল করার প্রচেষ্টা লক্ষ্য করা যায়