১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

ফটিকছড়িতে মসজিদের জায়গা নিয়ে বিবাদের জেরে কুপিয়ে খুনের চেষ্টা

  • প্রবাস বাংলা
  • আপডেট সময় : ০৯:১৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • ১৪৩ ভিউ

নিউজ ডেস্ক; ফটিকছড়িতে মসজিদের জায়গায় বিরোধে আজম খান (৫৫) নামে একজনকে কুপিয়ে জখম করা হয়।

ফটিকছড়ি পৌরসভা ৫নং ওয়ার্ডস্থ পরাণ চৌধুরী বাড়ী মোহাম্মদ আজম খান (৫৫) নামের একজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ৯টার সময় নিজ বাড়ী মসজিদ থেকে তারাবির নামাজ শেষ বাহির হলে ৫-৬জন সন্ত্রাসী আজম খানের উপর অর্থকিত হামলা চালায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাট মেডিকেল ভর্তি করেন, পরে নাজিরহাট মেডিকেলথেকে চট্টগ্রাম মেডিকেল প্রেরণ করা হয়।

সন্ত্রাসীদের হাতে আহাত মোহাম্মদ আজম খান ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ মৃত্যু মরহুম মোঃ ইসলামের তৃতীয় পুত্র। আহত আজম খানের ভাই জানান, দীর্ঘ দিন ধরে বাড়ীর মসজিদের জায়গা নিয়ে নুরুল আজম (প্রকাশ টিন আমজ) এর সাথে বিরোধ চলে আসছিল, টিন আজম দীর্ঘ সময় ধরে মসজিদের ৯শতক জায়গা দখল করে আসছে, এই জায়গায় সংক্রান্ত বিষয়ে বেশ কয়দিন থেকে কথা কাটাকাটি চললে, আজ রাত অনুমানিক ৯টার সময় মসজিদ নামাজ শেষ করে মোহাম্মদ আজম বাহির হলে।

বাহিরে নুরুল আজম (প্রকাশ টিন আজম) এর সাথে অবস্থান করা হাফেজ জুবায়ের-এর দ্বিতীয় ছেলে রুবেল, ও রুবেলের ভাই সাইফুল, ভাগিনা মোস্তাফা এবং নাঈম এর নেতৃত্বে ৫/৭ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও রট রাম দা, দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়।

এসময়, মোহাম্মদ আজম খানের মাথায় ৩-৪ টি ধারালো অস্ত্রের আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়।

পরে মসজিদে থাকা মুসল্লীরা বাহির হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
মুসল্লীরা আজম খানকে উদ্ধার করে প্রথমে নাজিরহাট মেডিকেল ভর্তি করলেও পরে চট্টগ্রাম মেডিকেল প্রেরণ করা হয়।

প্রত্যক্ষদর্শী জানান, নিজ বাড়ীর দীর্ঘদিনের পুরানো মসজিদ রয়েছে। এই মসজিদে কিছু জায়গায় নুরুল আজম (প্রকাশ টিন আজম) দখল করে রাখলে। এই জায়গায়কে কেন্দ্র করে আগে থেকেই আজম খান ও মসজিদের বেশ কয়একজনের সাথে সঙ্গে টিন আজমের বিরোধ হয়। এই বিরোধের জের ধরে টিন আজমের নেতৃত্ব, আজম খানের উপর অথর্কিত হামলা চালানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আজম খান এ প্রতিবেদককে বলেন, মসজিদের জায়গা অবৈধভাবে দখলকারীরা আমার উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। মসজিদের মুসল্লিরা এগিয়ে না আসলে আমাকে খুন করে ফেলতো।

এদিকে লন্ডনে থাকা আজম খানের ছোট ভাই ও কমিউনিটি নেতা মাসুদুর রহমান, এই ঘটনার তীব্র নিন্দ ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে, নূরুল আজম (প্রকাশ টিন আজমের) সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানিয়েছে পরে ফোন করবেন বলে জানান। পরে ফোন কলে বার বার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

এদিকে ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ নাজমুলের.সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

দুবাই কনসাল জেনারেল কে বিদায় সংবর্ধনা দিয়েছে

ফটিকছড়িতে মসজিদের জায়গা নিয়ে বিবাদের জেরে কুপিয়ে খুনের চেষ্টা

আপডেট সময় : ০৯:১৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪

নিউজ ডেস্ক; ফটিকছড়িতে মসজিদের জায়গায় বিরোধে আজম খান (৫৫) নামে একজনকে কুপিয়ে জখম করা হয়।

ফটিকছড়ি পৌরসভা ৫নং ওয়ার্ডস্থ পরাণ চৌধুরী বাড়ী মোহাম্মদ আজম খান (৫৫) নামের একজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ৯টার সময় নিজ বাড়ী মসজিদ থেকে তারাবির নামাজ শেষ বাহির হলে ৫-৬জন সন্ত্রাসী আজম খানের উপর অর্থকিত হামলা চালায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাট মেডিকেল ভর্তি করেন, পরে নাজিরহাট মেডিকেলথেকে চট্টগ্রাম মেডিকেল প্রেরণ করা হয়।

সন্ত্রাসীদের হাতে আহাত মোহাম্মদ আজম খান ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ মৃত্যু মরহুম মোঃ ইসলামের তৃতীয় পুত্র। আহত আজম খানের ভাই জানান, দীর্ঘ দিন ধরে বাড়ীর মসজিদের জায়গা নিয়ে নুরুল আজম (প্রকাশ টিন আমজ) এর সাথে বিরোধ চলে আসছিল, টিন আজম দীর্ঘ সময় ধরে মসজিদের ৯শতক জায়গা দখল করে আসছে, এই জায়গায় সংক্রান্ত বিষয়ে বেশ কয়দিন থেকে কথা কাটাকাটি চললে, আজ রাত অনুমানিক ৯টার সময় মসজিদ নামাজ শেষ করে মোহাম্মদ আজম বাহির হলে।

বাহিরে নুরুল আজম (প্রকাশ টিন আজম) এর সাথে অবস্থান করা হাফেজ জুবায়ের-এর দ্বিতীয় ছেলে রুবেল, ও রুবেলের ভাই সাইফুল, ভাগিনা মোস্তাফা এবং নাঈম এর নেতৃত্বে ৫/৭ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও রট রাম দা, দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়।

এসময়, মোহাম্মদ আজম খানের মাথায় ৩-৪ টি ধারালো অস্ত্রের আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়।

পরে মসজিদে থাকা মুসল্লীরা বাহির হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
মুসল্লীরা আজম খানকে উদ্ধার করে প্রথমে নাজিরহাট মেডিকেল ভর্তি করলেও পরে চট্টগ্রাম মেডিকেল প্রেরণ করা হয়।

প্রত্যক্ষদর্শী জানান, নিজ বাড়ীর দীর্ঘদিনের পুরানো মসজিদ রয়েছে। এই মসজিদে কিছু জায়গায় নুরুল আজম (প্রকাশ টিন আজম) দখল করে রাখলে। এই জায়গায়কে কেন্দ্র করে আগে থেকেই আজম খান ও মসজিদের বেশ কয়একজনের সাথে সঙ্গে টিন আজমের বিরোধ হয়। এই বিরোধের জের ধরে টিন আজমের নেতৃত্ব, আজম খানের উপর অথর্কিত হামলা চালানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আজম খান এ প্রতিবেদককে বলেন, মসজিদের জায়গা অবৈধভাবে দখলকারীরা আমার উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। মসজিদের মুসল্লিরা এগিয়ে না আসলে আমাকে খুন করে ফেলতো।

এদিকে লন্ডনে থাকা আজম খানের ছোট ভাই ও কমিউনিটি নেতা মাসুদুর রহমান, এই ঘটনার তীব্র নিন্দ ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে, নূরুল আজম (প্রকাশ টিন আজমের) সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানিয়েছে পরে ফোন করবেন বলে জানান। পরে ফোন কলে বার বার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

এদিকে ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ নাজমুলের.সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।