০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধি দলের ওমান সফর

ফোরকান মাহমুদ দ, মাস্কাট ওমান;

ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশের একটি প্রতিনিধি দল বৈদেশিক শিক্ষা সফরের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো: সাইফুল আলম এর নেতৃত্বে ওমান সফর করেন।

গত রবিবার (৫ মে) প্রতিনিধি দলটি ওমান আসেন, ১০ মে পর্যন্ত ওমান সফর করে ওমানের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেন তারা।

সফররত প্রতিনিধি দলটি ওমানের বিভিন্ন রাষ্ট্রীয় এবং সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করার পাশাপাশি ওমান স্টেট কাউন্সিল ও শুরা কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, ওমান সশস্ত্র বাহিনীর প্রধান এবং অন্যান্য উচ্চ পদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশ এর কমান্ড্যান্ট বাংলাদেশ থেকে তৈরী পোশাক এবং জাহাজ আমদানির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যৌথ প্রশিক্ষণের মাধ্যমে ওমান সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের সহায়তার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

ওমানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টাইমস্ অব ওমান জানান- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা কলেজের একটি প্রতিনিধিদল লেফটেন্যান্ট জেনারেল মো: সাইফুল আলমের নেতৃত্বে ওমানের আসলে, সুলতানাত অব ওমানের সশস্ত্র বাহিনীর (এসএএফ) চিফ অফ স্টাফ ভাইস অ্যাডমিরাল আবদুল্লাহ খামিস আল রাইসি তাদের স্বাগত জানান।
মঙ্গলবার আল মুর্তফা গ্যারিসনে তার অফিসে একটি বৈঠকও হয়।

বৈঠকে উভয় পক্ষ বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার হামিদ আবদুল্লাহ আল বালুশি, এসএএফ অ্যাসিস্ট্যান্ট চিফ অফ স্টাফ ফর অপারেশনস অ্যান্ড প্ল্যানিং।

এছাড়াও ওমানের সার্বিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা উল্লেখ করে ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন এবং প্রবাসী বাংলাদেশীদের কর্মক্ষেত্রের পরিবেশ ও জীবন-যাপনের মানোন্নয়নে ওমানের সংশ্লিষ্ট কর্ত্তৃপক্ষের সহায়তা কামনা করেন। এছাড়াও তিনি বাংলাদেশ-ওমান সম্পর্কোন্নয়নের মধ্য দিয়ে উভয় দেশের বহুমাত্রিক সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন।

দুবাই কনসাল জেনারেল কে বিদায় সংবর্ধনা দিয়েছে

ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধি দলের ওমান সফর

আপডেট সময় : ০৪:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

ফোরকান মাহমুদ দ, মাস্কাট ওমান;

ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশের একটি প্রতিনিধি দল বৈদেশিক শিক্ষা সফরের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো: সাইফুল আলম এর নেতৃত্বে ওমান সফর করেন।

গত রবিবার (৫ মে) প্রতিনিধি দলটি ওমান আসেন, ১০ মে পর্যন্ত ওমান সফর করে ওমানের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেন তারা।

সফররত প্রতিনিধি দলটি ওমানের বিভিন্ন রাষ্ট্রীয় এবং সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করার পাশাপাশি ওমান স্টেট কাউন্সিল ও শুরা কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, ওমান সশস্ত্র বাহিনীর প্রধান এবং অন্যান্য উচ্চ পদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশ এর কমান্ড্যান্ট বাংলাদেশ থেকে তৈরী পোশাক এবং জাহাজ আমদানির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যৌথ প্রশিক্ষণের মাধ্যমে ওমান সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের সহায়তার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

ওমানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টাইমস্ অব ওমান জানান- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা কলেজের একটি প্রতিনিধিদল লেফটেন্যান্ট জেনারেল মো: সাইফুল আলমের নেতৃত্বে ওমানের আসলে, সুলতানাত অব ওমানের সশস্ত্র বাহিনীর (এসএএফ) চিফ অফ স্টাফ ভাইস অ্যাডমিরাল আবদুল্লাহ খামিস আল রাইসি তাদের স্বাগত জানান।
মঙ্গলবার আল মুর্তফা গ্যারিসনে তার অফিসে একটি বৈঠকও হয়।

বৈঠকে উভয় পক্ষ বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার হামিদ আবদুল্লাহ আল বালুশি, এসএএফ অ্যাসিস্ট্যান্ট চিফ অফ স্টাফ ফর অপারেশনস অ্যান্ড প্ল্যানিং।

এছাড়াও ওমানের সার্বিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা উল্লেখ করে ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন এবং প্রবাসী বাংলাদেশীদের কর্মক্ষেত্রের পরিবেশ ও জীবন-যাপনের মানোন্নয়নে ওমানের সংশ্লিষ্ট কর্ত্তৃপক্ষের সহায়তা কামনা করেন। এছাড়াও তিনি বাংলাদেশ-ওমান সম্পর্কোন্নয়নের মধ্য দিয়ে উভয় দেশের বহুমাত্রিক সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন।