০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

প্রধানমন্ত্রীর নির্দেশ অসুস্থ রেলকে সুস্থ করতে কাজ করে যাচ্ছি-রেলমন্ত্রী

মো:সজিব হোসেন, পাবনা প্রতিনিধি :

প্রধানমন্ত্রীর নির্দেশ অসুস্থ রেলকে সুস্থ করতে কাজ করে যাচ্ছি বলে জানিয়েছেন,রেলমন্ত্রী জিল্লুল হাকিম।আজ দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় রেলযোগে আম পরিবহন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রেলমন্ত্রী বলেন,রেললাইন এক সময় ধুকে ধুকে চলেছে।বিভিন্ন জায়গায় রেলের লাইন খুলে বিক্রি করে দেওয়া হয়েছিলো।দক্ষ কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেকের নামে বিদায় করা হয়েছে।আমরা লোক নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে সুস্থ করার জন্য কাজ করছি।
আম পরিবহন বিষয়ে মন্ত্রী বলেন,আম পচনশীল ও সহজে নষ্ট হয় তাই পরিবহিন সেন্সিটিভ।রেল যে ভাড়ায় আম পরিবহন করছে তাতে তিন চার বা লোড আল লোড করতে কী বেশি পড়ে কী? ট্রাকে যোগে পাঠাতে তিন থেকে ৪ টাকা পড়ে।রেলে আম পরিবহিন করলে সেভ হবে।কিছু সমস্যা ও ত্রুটির থাকবে সেগুলো আমরা সমাধান করবো।ডবল লাইনের কাজ শুরু করা হয়েছে।প্রকল্প প্রনয়ণ করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরকার শাহাদাৎ আলী বলেন, সমস্যার সমাধানে ৩৮টি লাগেজ ভ্যান আছে ১২ এসি লাগেজ ভ্যান আছে আন্তনগর ট্রেনে তা লাগানো হবে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে থেকে ঢাকা রুটে ১০ জুন থেকে চালু হবে ম্যাংগো স্পেশাল ট্রেন।চাঁপাইনবাবঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আমের পরিবহন ভাড়া লাগবে ১ টাকা ৪৭ পয়সা আর রাজশাহী থেকে ১ টাকা ৪৩ পয়সা।২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ম্যাংগো স্পেশাল ট্রেনে ৩৯ লক্ষ ৯৫ হাজার ৭৯৮ কেজি আম পরিবহন করা হয়েছে।ট্রেন ভাড়া পেয়েছে ৪৬ লক্ষ ২৯ হাজার ১৪০ টাকা। সেমিনারে নাটোর-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধ আবুল কালাম আজাদ,রেল সচীব ড.মো: হুমায়ুন, রাজশাহী,বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মো: হুমায়ুন,জিএম অসীম কুমার তালুকদার,প্রধান প্রকৌশলী আসাদুল হক ও পাকশীর ডিআরএম শাহ সুফি নূর মোহাম্মদসহ নওগাঁ,নাটোরের জেলার প্রশাসক, ও রেলয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুবাই কনসাল জেনারেল কে বিদায় সংবর্ধনা দিয়েছে

প্রধানমন্ত্রীর নির্দেশ অসুস্থ রেলকে সুস্থ করতে কাজ করে যাচ্ছি-রেলমন্ত্রী

আপডেট সময় : ০৮:৪০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

মো:সজিব হোসেন, পাবনা প্রতিনিধি :

প্রধানমন্ত্রীর নির্দেশ অসুস্থ রেলকে সুস্থ করতে কাজ করে যাচ্ছি বলে জানিয়েছেন,রেলমন্ত্রী জিল্লুল হাকিম।আজ দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় রেলযোগে আম পরিবহন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রেলমন্ত্রী বলেন,রেললাইন এক সময় ধুকে ধুকে চলেছে।বিভিন্ন জায়গায় রেলের লাইন খুলে বিক্রি করে দেওয়া হয়েছিলো।দক্ষ কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেকের নামে বিদায় করা হয়েছে।আমরা লোক নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে সুস্থ করার জন্য কাজ করছি।
আম পরিবহন বিষয়ে মন্ত্রী বলেন,আম পচনশীল ও সহজে নষ্ট হয় তাই পরিবহিন সেন্সিটিভ।রেল যে ভাড়ায় আম পরিবহন করছে তাতে তিন চার বা লোড আল লোড করতে কী বেশি পড়ে কী? ট্রাকে যোগে পাঠাতে তিন থেকে ৪ টাকা পড়ে।রেলে আম পরিবহিন করলে সেভ হবে।কিছু সমস্যা ও ত্রুটির থাকবে সেগুলো আমরা সমাধান করবো।ডবল লাইনের কাজ শুরু করা হয়েছে।প্রকল্প প্রনয়ণ করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরকার শাহাদাৎ আলী বলেন, সমস্যার সমাধানে ৩৮টি লাগেজ ভ্যান আছে ১২ এসি লাগেজ ভ্যান আছে আন্তনগর ট্রেনে তা লাগানো হবে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে থেকে ঢাকা রুটে ১০ জুন থেকে চালু হবে ম্যাংগো স্পেশাল ট্রেন।চাঁপাইনবাবঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আমের পরিবহন ভাড়া লাগবে ১ টাকা ৪৭ পয়সা আর রাজশাহী থেকে ১ টাকা ৪৩ পয়সা।২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ম্যাংগো স্পেশাল ট্রেনে ৩৯ লক্ষ ৯৫ হাজার ৭৯৮ কেজি আম পরিবহন করা হয়েছে।ট্রেন ভাড়া পেয়েছে ৪৬ লক্ষ ২৯ হাজার ১৪০ টাকা। সেমিনারে নাটোর-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধ আবুল কালাম আজাদ,রেল সচীব ড.মো: হুমায়ুন, রাজশাহী,বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মো: হুমায়ুন,জিএম অসীম কুমার তালুকদার,প্রধান প্রকৌশলী আসাদুল হক ও পাকশীর ডিআরএম শাহ সুফি নূর মোহাম্মদসহ নওগাঁ,নাটোরের জেলার প্রশাসক, ও রেলয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।