০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুলাই ২০২৪

ওমানে আগুল জ্বালালে ১শ ওমানি রিয়াল জরিমানা

অনলাইন ডেস্ক: বন্ধুদের নিয়ে আড্ডা দিতে, বা মেসকাত পোড়ানোর জন্য অ-নির্ধারিত কোনো স্থানে আগুলে জ্বালালে ১শ ওমানি রিয়াল জরিমানা ঘোষণা করছে ওমান।

এই আইন লঙ্ঘনকারীকে অর্থদন্ডের সাথে সাথে, যে কোনো শাস্তিও ভোগ করতে হবে বলে জানা যায়।

পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষা মন্ত্রণালয়ের (মিউনিসিপ্যালিটি) বলেছে: যে কোনো ঈদের ছুটিতে সাধারণ মানুষ সময়টা আনন্দময় কাটাতে পরিবার বা বন্ধু মহলকে নিয়ে সবুজ স্থান, বাগান, পার্ক এবং সৈকতগুলিতে মেসকাত বা বিভিন্ন মাংস পোড়ানোর জন্য ব্যবহার করে থাকে।

মন্ত্রণালয় এইসব স্থানে এমন কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেয়।

ওমানের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাদে জানা যায়, মন্ত্রনালয় থেকে বলা হয়, সর্বসাধারণের যাতায়াতের স্থান গ্রীল বা মেসকাত পোড়ানো ক্ষতিকারক, এটি সাধারণ মানুষের অসুবিধা ও ক্ষতি করে থাকে, দর্শনীয় স্থানে এই পোড়ানো কারণে সবুজ এলাকা নষ্ট করে, দর্শনার্থী ও বাসিন্দাদের বিরক্ত বোধহয়, আগুন বা কয়লার ধোঁয়া অপ্রীতিকর গন্ধ ছড়ানো হয়।

তাই সাধারণ মানুষকে নির্ধারিত স্থান ছাড়া এইগুলো পোড়ানো বা আগুন জ্বালানো নিষেধ করা হয়েছে, অন্যথায় গুনতে হবে ১শ ওমানি রিয়াল জরিমানা।

ওমানে আগুল জ্বালালে ১শ ওমানি রিয়াল জরিমানা

আপডেট সময় : ০২:২৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

অনলাইন ডেস্ক: বন্ধুদের নিয়ে আড্ডা দিতে, বা মেসকাত পোড়ানোর জন্য অ-নির্ধারিত কোনো স্থানে আগুলে জ্বালালে ১শ ওমানি রিয়াল জরিমানা ঘোষণা করছে ওমান।

এই আইন লঙ্ঘনকারীকে অর্থদন্ডের সাথে সাথে, যে কোনো শাস্তিও ভোগ করতে হবে বলে জানা যায়।

পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষা মন্ত্রণালয়ের (মিউনিসিপ্যালিটি) বলেছে: যে কোনো ঈদের ছুটিতে সাধারণ মানুষ সময়টা আনন্দময় কাটাতে পরিবার বা বন্ধু মহলকে নিয়ে সবুজ স্থান, বাগান, পার্ক এবং সৈকতগুলিতে মেসকাত বা বিভিন্ন মাংস পোড়ানোর জন্য ব্যবহার করে থাকে।

মন্ত্রণালয় এইসব স্থানে এমন কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেয়।

ওমানের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাদে জানা যায়, মন্ত্রনালয় থেকে বলা হয়, সর্বসাধারণের যাতায়াতের স্থান গ্রীল বা মেসকাত পোড়ানো ক্ষতিকারক, এটি সাধারণ মানুষের অসুবিধা ও ক্ষতি করে থাকে, দর্শনীয় স্থানে এই পোড়ানো কারণে সবুজ এলাকা নষ্ট করে, দর্শনার্থী ও বাসিন্দাদের বিরক্ত বোধহয়, আগুন বা কয়লার ধোঁয়া অপ্রীতিকর গন্ধ ছড়ানো হয়।

তাই সাধারণ মানুষকে নির্ধারিত স্থান ছাড়া এইগুলো পোড়ানো বা আগুন জ্বালানো নিষেধ করা হয়েছে, অন্যথায় গুনতে হবে ১শ ওমানি রিয়াল জরিমানা।