০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

ওমানের সালালাহ’র প্রাকৃতিক সৌন্দর্য ঈদেই পর্যটকদের ভিড়

ফোরকান মাহমুদ, মাস্কাট ওমান: ওমানের পর্যটকক্ষ্যাত অঞ্চল সালালাহ্, ওমানের রাজধানী থেকে ১১ ঘন্টার পথে, প্রায় ১১০০ কিলোমিটার দূরে এই সালালাহ্ অঞ্চল। এই অঞ্চলের ফল মূল, বৃষ্টি সাধারণ মানুষের বসবাস সব মিলিয়ে একটি মিনি বাংলাদেশ আবার কেউ কেউ চট্টগ্রামের সাথে তুলনা করেন।

সালালাহ্ অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য ও মৌসুমী সুন্দর্য দেখতে স্থানীয় ওমানী, ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, পাকিস্তানি ইন্ডিয়ানিসহ সারা বিশ্বের পর্যটকরা ভিড় করেন জুন জুলাইয়ের এই সময়ে।

 

সালালাহ্ মূলত ওমানের ধোপার অঞ্চলে, সালালাহ্ খারিফের মৌসুমে তাপমাত্রা থাকে ২০ থেকে ২২° ডিগ্রী সেলসিয়াস, সেই সঙ্গে রয়েছে মন জুড়ানো ঘন কুয়াশা, সাথে রিমিঝিমি বৃষ্টি।

এসময়ে ওমানের রাজধানী মাস্কাটেসহ ওমানের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা রয়েছে ৪০ থেকে ৫০°ডিগ্রি সেলসিয়াস।

সালালাহ্ চোখ জুড়ানো পাহাড়ের চূড়া আর নিচে সাদা মেঘের ডাকা। সেই সাথে সালালাহ্ জুড়ে হালকা ঝিরিঝিরি বৃষ্টি, সবমিলিয়ে এসময়ের বার্তি আনন্দ ও সালালাহ্’র সুন্দর্য অবলোকন করার মত।
জুন-জুলাই ঈদের এই মৌসুমে সালালাহ্ উত্তপ্ত মরুভূমি’র আবহাওয়া দেখতে প্রতি বছর স্থানীয় ওমানীদের সাথে, বিশ্বের পর্যটকরা ভিড় করেন এই অঞ্চলে।

তিনদিকে পাহাড় আর একদিকে আরব সাগর বেষ্টনী ঘেরা, অপরুপ সুন্দর্য্য ধোফারের সালালাহ্ অঞ্চল। তবে বর্ষাকাল জুড়ে এই অঞ্চলের সৌন্দর্য বেশি দেখা যায় বলেও অনেকের ধারণা।

যার কারণে পর্যটকদেরও ভিড় বেশি পরিলক্ষিত করা যায়।

এই সৌন্দর্য দেখতে পরিবার পরিজন, বন্ধু মহলসহ, বিদেশি পর্যটকেরা ভিড় করেন এই সময়ে।

    1.     সালালাহ্ ঘুরে এসে, প্রবাস বাংলা’র একান্ত সাক্ষাতে বাংলা টিভি’র ওমান প্রতিনিধি পলাশ শীল বলেন- ওমানের সালালাহতে জুনের ২৫ তারিখ থেকে শুরু হচ্ছে খারিফ মেলা, মধ্যপ্রাচ্যের মরুময় দেশটির প্রাকৃতিক সৌন্দর্যও যে এতো মনোমুগ্ধকর হতে পারে জায়গাটিতে না আসলে, না দেখলেই বোঝাই যেত না। যদিও খারিফের সড়ক কুয়াশায় আচ্ছন্ন থাকায় দিনের বেলায় লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হয়।
      বিশ্বের বিভিন্ন দেশ থেকেই অনেক পর্যটক আসেন খারিফ মেলা দেখতে।

বিদায়ী বছরে ৮ লাখের বেশি পর্যটকের সমাগম হয়েছে। এ বছর প্রত্যাশা, দর্শনার্থীর সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়ে যাবে। যাতে বাংলার বর্ষাকালীন সময়ের সাথে মিল রয়েছে। এই সময় গোটা সালালাহ্ অঞ্চল জুড়ে দেখা যায় এক ভিন্নধর্মী আয়োজন ও উৎসবমুখর পরিবেশের।
খারিফের এসময়ে গুড়িগুড়ি বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়া দেখে মুগ্ধ হন পর্যটকরা মুগ্ধ হয়েছি আমরন।

আমরা অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছি, প্রবাসী ব্যবসায়ীরা বছরের এই সময়ের উপার্জন দিয়েই সারা বছর চলেন এমনটাই জানান দেন তারা। তাই তাদের অনেকেই সারা বছর অপেক্ষায় থাকেন খারিফের এই সময়ের জন্য।

তবে পাহাড়ি পথ পাড়ি দিয়ে একবার সমতলে পৌঁছালে সবুজ পরিপাটি শহরটি দেখে মনেই হবে- এ যেন এক টুকরো বাংলাদেশ।

এখানের পরিবেশটা অনেক সুন্দর, মনে হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের পাহাড় অঞ্চলের মতো, তাই বন্ধুদের নিয়ে ঘুরতে আসাটাই সার্থক, অনেক ভালো লাগছে সালালাহ্ “র এই মৌসুম।

সালালাহ্ বসবাসরত সৈয়দ শাকিব নামের এক বাংলাদেশী লিখেন-

বৈচিত্রময় আবহাওয়ার আরেক উদাহরণ সালালাহ, ওমান। ধোফার এর আরেক বৈচিত্র হলো খারিফ মৌসুম। এই মৌসুম ধোফারে পর্যটক আকর্ষণের অন্যতম সময়।

সাধারণত জুন হতে সেপ্টেম্বার মাস পর্যন্ত হয়ে থাকে। ওমান আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ২০২৪ সালে খারিফ মৌসুম ২১ জুন ২০২৪ হতে ২১ সেপ্টেম্বার ২০২৪ পর্যন্ত বিদ্যমান থাকবে। উক্ত মৌসুমে তুষার এর ন্যায় বৃষ্টিপাত হয়ে থাকে। খারিফের ফলে একটি নির্দিষ্ট বাস্তুসংস্থান গড়ে উঠেছে উপকূলীয় অঞ্চলে
যা আরবীয় পেনিনসুলা উপসাগরীয় মরু কুয়াশা নামে পরিচিত।

খারিফের সময়ে সালালাহ এবং আল ঘাইদাহ পর্বতের চারপাশ বৃষ্টিভেজা ও কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে। খারিফ ঋতু হল যখন সালালাহ সত্যিই জীবন্ত হয়ে ওঠে। শহরটি কুয়াশায় আচ্ছন্ন এবং এর পাহাড় ও উপত্যকাগুলি পান্না সবুজ হয়ে যায়। পাহাড়ের গা বেয়ে ঝরে ঝর্ণা আর লোবানের সুগন্ধে ভরে ওঠে চারপাশ।

দুবাই কনসাল জেনারেল কে বিদায় সংবর্ধনা দিয়েছে

ওমানের সালালাহ’র প্রাকৃতিক সৌন্দর্য ঈদেই পর্যটকদের ভিড়

আপডেট সময় : ০৩:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

ফোরকান মাহমুদ, মাস্কাট ওমান: ওমানের পর্যটকক্ষ্যাত অঞ্চল সালালাহ্, ওমানের রাজধানী থেকে ১১ ঘন্টার পথে, প্রায় ১১০০ কিলোমিটার দূরে এই সালালাহ্ অঞ্চল। এই অঞ্চলের ফল মূল, বৃষ্টি সাধারণ মানুষের বসবাস সব মিলিয়ে একটি মিনি বাংলাদেশ আবার কেউ কেউ চট্টগ্রামের সাথে তুলনা করেন।

সালালাহ্ অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য ও মৌসুমী সুন্দর্য দেখতে স্থানীয় ওমানী, ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, পাকিস্তানি ইন্ডিয়ানিসহ সারা বিশ্বের পর্যটকরা ভিড় করেন জুন জুলাইয়ের এই সময়ে।

 

সালালাহ্ মূলত ওমানের ধোপার অঞ্চলে, সালালাহ্ খারিফের মৌসুমে তাপমাত্রা থাকে ২০ থেকে ২২° ডিগ্রী সেলসিয়াস, সেই সঙ্গে রয়েছে মন জুড়ানো ঘন কুয়াশা, সাথে রিমিঝিমি বৃষ্টি।

এসময়ে ওমানের রাজধানী মাস্কাটেসহ ওমানের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা রয়েছে ৪০ থেকে ৫০°ডিগ্রি সেলসিয়াস।

সালালাহ্ চোখ জুড়ানো পাহাড়ের চূড়া আর নিচে সাদা মেঘের ডাকা। সেই সাথে সালালাহ্ জুড়ে হালকা ঝিরিঝিরি বৃষ্টি, সবমিলিয়ে এসময়ের বার্তি আনন্দ ও সালালাহ্’র সুন্দর্য অবলোকন করার মত।
জুন-জুলাই ঈদের এই মৌসুমে সালালাহ্ উত্তপ্ত মরুভূমি’র আবহাওয়া দেখতে প্রতি বছর স্থানীয় ওমানীদের সাথে, বিশ্বের পর্যটকরা ভিড় করেন এই অঞ্চলে।

তিনদিকে পাহাড় আর একদিকে আরব সাগর বেষ্টনী ঘেরা, অপরুপ সুন্দর্য্য ধোফারের সালালাহ্ অঞ্চল। তবে বর্ষাকাল জুড়ে এই অঞ্চলের সৌন্দর্য বেশি দেখা যায় বলেও অনেকের ধারণা।

যার কারণে পর্যটকদেরও ভিড় বেশি পরিলক্ষিত করা যায়।

এই সৌন্দর্য দেখতে পরিবার পরিজন, বন্ধু মহলসহ, বিদেশি পর্যটকেরা ভিড় করেন এই সময়ে।

    1.     সালালাহ্ ঘুরে এসে, প্রবাস বাংলা’র একান্ত সাক্ষাতে বাংলা টিভি’র ওমান প্রতিনিধি পলাশ শীল বলেন- ওমানের সালালাহতে জুনের ২৫ তারিখ থেকে শুরু হচ্ছে খারিফ মেলা, মধ্যপ্রাচ্যের মরুময় দেশটির প্রাকৃতিক সৌন্দর্যও যে এতো মনোমুগ্ধকর হতে পারে জায়গাটিতে না আসলে, না দেখলেই বোঝাই যেত না। যদিও খারিফের সড়ক কুয়াশায় আচ্ছন্ন থাকায় দিনের বেলায় লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হয়।
      বিশ্বের বিভিন্ন দেশ থেকেই অনেক পর্যটক আসেন খারিফ মেলা দেখতে।

বিদায়ী বছরে ৮ লাখের বেশি পর্যটকের সমাগম হয়েছে। এ বছর প্রত্যাশা, দর্শনার্থীর সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়ে যাবে। যাতে বাংলার বর্ষাকালীন সময়ের সাথে মিল রয়েছে। এই সময় গোটা সালালাহ্ অঞ্চল জুড়ে দেখা যায় এক ভিন্নধর্মী আয়োজন ও উৎসবমুখর পরিবেশের।
খারিফের এসময়ে গুড়িগুড়ি বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়া দেখে মুগ্ধ হন পর্যটকরা মুগ্ধ হয়েছি আমরন।

আমরা অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছি, প্রবাসী ব্যবসায়ীরা বছরের এই সময়ের উপার্জন দিয়েই সারা বছর চলেন এমনটাই জানান দেন তারা। তাই তাদের অনেকেই সারা বছর অপেক্ষায় থাকেন খারিফের এই সময়ের জন্য।

তবে পাহাড়ি পথ পাড়ি দিয়ে একবার সমতলে পৌঁছালে সবুজ পরিপাটি শহরটি দেখে মনেই হবে- এ যেন এক টুকরো বাংলাদেশ।

এখানের পরিবেশটা অনেক সুন্দর, মনে হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের পাহাড় অঞ্চলের মতো, তাই বন্ধুদের নিয়ে ঘুরতে আসাটাই সার্থক, অনেক ভালো লাগছে সালালাহ্ “র এই মৌসুম।

সালালাহ্ বসবাসরত সৈয়দ শাকিব নামের এক বাংলাদেশী লিখেন-

বৈচিত্রময় আবহাওয়ার আরেক উদাহরণ সালালাহ, ওমান। ধোফার এর আরেক বৈচিত্র হলো খারিফ মৌসুম। এই মৌসুম ধোফারে পর্যটক আকর্ষণের অন্যতম সময়।

সাধারণত জুন হতে সেপ্টেম্বার মাস পর্যন্ত হয়ে থাকে। ওমান আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ২০২৪ সালে খারিফ মৌসুম ২১ জুন ২০২৪ হতে ২১ সেপ্টেম্বার ২০২৪ পর্যন্ত বিদ্যমান থাকবে। উক্ত মৌসুমে তুষার এর ন্যায় বৃষ্টিপাত হয়ে থাকে। খারিফের ফলে একটি নির্দিষ্ট বাস্তুসংস্থান গড়ে উঠেছে উপকূলীয় অঞ্চলে
যা আরবীয় পেনিনসুলা উপসাগরীয় মরু কুয়াশা নামে পরিচিত।

খারিফের সময়ে সালালাহ এবং আল ঘাইদাহ পর্বতের চারপাশ বৃষ্টিভেজা ও কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে। খারিফ ঋতু হল যখন সালালাহ সত্যিই জীবন্ত হয়ে ওঠে। শহরটি কুয়াশায় আচ্ছন্ন এবং এর পাহাড় ও উপত্যকাগুলি পান্না সবুজ হয়ে যায়। পাহাড়ের গা বেয়ে ঝরে ঝর্ণা আর লোবানের সুগন্ধে ভরে ওঠে চারপাশ।