১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

ওমান বাংলাদেশ দূতাবাসের কাছে প্রবাসী সাংবাদিকদের দাবি

  • প্রবাস বাংলা
  • আপডেট সময় : ১০:৩৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • ৫৫ ভিউ

 

ওমানে কর্মরত বাংলাদেশী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন, ওমান নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।

ফোরকান মাহমুদ জানান-

এর আগে ঘন্টাব্যাপি সাংবাদিকদের সাথে দূতাবাসের নানান বিষয়ে কথা বলেন, মন্ত্রী (রাজনৈতিক) ও মিশন উপপ্রধান মিস. মৌসুমী রহমান, দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান (থোইং এ), দূতাবাসের লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম।

এসময় ওমানে কর্মরত ডিবিসি নিউজ এর সাংবাদিক ফোরকান মাহমুদ, ১- (ক) প্রথমত বাংলাদেশিদের জন্য শ্রমিক ভিসা চালুর ব্যবস্থা করা। (খ) পাসপোর্ট সমস্যার সমাধান, অর্থাৎ MRP পাসপোর্ট পেতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে, ২, দূতাবাসে সেবা নিতে আসা মানুষের যে একটা দূর্ভোগ, বাহিরে রোদ্রের মধ্য দাঁড়িয়ে থাকা।
সেবাপ্রার্থীদের বসার জায়গা বৃদ্ধি। ৩, সালালাহ’সহ দূরদূরান্ত থেকে আসা সেবাপ্রার্থীদের জন্য আলাদা ডেস্ক করা ৪, দূতাবাসের বাহিরে থাকা পানির কল বৃদ্ধি করা ৫, নামাজের স্থানে সৃষ্টি ৬, বাহিরের কেন্টিনে, ১শ পয়সার পানি ২শ পয়সা, একটা চা ৩শ পয়সা সেই বিষয়ে নজর দেওয়া ৭, দূতাবাসের স্পেস বাড়ানো অথবা ভবন বৃদ্ধি করা, প্রবাসী বাংলাদেশির সেবার মান উন্নত করতে, দূতাবাসের কর্মকর্তা কর্মচারী বাড়ানো। এছাড়াও কথা হয়েছে নানান বিষয় নিয়ে।

পরে মান্যবর রাষ্ট্রদূত নাজমুল ইসলামের বিশেষ সাক্ষাতে, ওমানের আইন মেনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারেরও আহবান জানান।

এইসময়, ওমানে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দুবাই কনসাল জেনারেল কে বিদায় সংবর্ধনা দিয়েছে

ওমান বাংলাদেশ দূতাবাসের কাছে প্রবাসী সাংবাদিকদের দাবি

আপডেট সময় : ১০:৩৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

 

ওমানে কর্মরত বাংলাদেশী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন, ওমান নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।

ফোরকান মাহমুদ জানান-

এর আগে ঘন্টাব্যাপি সাংবাদিকদের সাথে দূতাবাসের নানান বিষয়ে কথা বলেন, মন্ত্রী (রাজনৈতিক) ও মিশন উপপ্রধান মিস. মৌসুমী রহমান, দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান (থোইং এ), দূতাবাসের লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম।

এসময় ওমানে কর্মরত ডিবিসি নিউজ এর সাংবাদিক ফোরকান মাহমুদ, ১- (ক) প্রথমত বাংলাদেশিদের জন্য শ্রমিক ভিসা চালুর ব্যবস্থা করা। (খ) পাসপোর্ট সমস্যার সমাধান, অর্থাৎ MRP পাসপোর্ট পেতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে, ২, দূতাবাসে সেবা নিতে আসা মানুষের যে একটা দূর্ভোগ, বাহিরে রোদ্রের মধ্য দাঁড়িয়ে থাকা।
সেবাপ্রার্থীদের বসার জায়গা বৃদ্ধি। ৩, সালালাহ’সহ দূরদূরান্ত থেকে আসা সেবাপ্রার্থীদের জন্য আলাদা ডেস্ক করা ৪, দূতাবাসের বাহিরে থাকা পানির কল বৃদ্ধি করা ৫, নামাজের স্থানে সৃষ্টি ৬, বাহিরের কেন্টিনে, ১শ পয়সার পানি ২শ পয়সা, একটা চা ৩শ পয়সা সেই বিষয়ে নজর দেওয়া ৭, দূতাবাসের স্পেস বাড়ানো অথবা ভবন বৃদ্ধি করা, প্রবাসী বাংলাদেশির সেবার মান উন্নত করতে, দূতাবাসের কর্মকর্তা কর্মচারী বাড়ানো। এছাড়াও কথা হয়েছে নানান বিষয় নিয়ে।

পরে মান্যবর রাষ্ট্রদূত নাজমুল ইসলামের বিশেষ সাক্ষাতে, ওমানের আইন মেনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারেরও আহবান জানান।

এইসময়, ওমানে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।