১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

ওমান জালান অঞ্চলে বাংলাদেশ স্কুলের নতুন ভবনের উদ্বোধন

ফোরকান মাহমুদ, ওমান মাস্কাট;

ওমান বাংলাদেশ স্কুল জালানের নতুন ভবন উদ্বোধন, প্রবাসের মাটিতে এই প্রথম কোন স্কুল নিজস্ব অর্থানে প্রায় ছয় কোটি ২ লক্ষ ওমানী রিয়াল ব্যায়ে ২২ কক্ষ বিশিষ্ট সকল সুযোগ-সুবিধা সম্পন্ন ভবন ক্রয় করে, বাংলাদেশী শিক্ষার্থীদের শিক্ষা দিতে নতুনত্ব নিয়ে যাত্রা শুরু করছেন। ২০০০ সালে থেকেই প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

মধ্যপ্রাচ্য আরব উপদ্বীপের, মরুময় দেশ, সুউচ্চ পর্বতমালা, শুভ্র বালুর সমুদ্র সৈকত ও মহাসাগরীয় বাণিজ্যের একটি অন্যতম এই দেশে বসবাসরত বাংলাদেশী পরিবারগুলোর সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করতে দৃষ্টি নন্দন, সবুজয়াতন সমুদ্র ঘেরা এই অঞ্চলে (২৪ মে ২০২৪) জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ভবনটির উদ্বোধন করা হয়।

মান্যবর রাষ্ট্রদূতকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে স্কুলের সভাপতি মোঃ আব্দুল মান্নান (সিআইপি)

 

শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, ওমান ও বাংলাদেশর জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন ওমানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্কুল জালানের বর্তমান পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট মুহাম্মদ আব্দুল মান্নান (সিআইপি) এবং স্বাগত বক্তব্য দিয়ে স্কুলের আয়-ব্যয় ও সার্বিক উন্নয়ন চিত্রও তুলে ধরেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওমান বাংলাদেশ স্কুল সমূহের, বোর্ড অব ডিরেক্টর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী এমদাদ হোসেন।

স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ওমান বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর রাফিউল ইসলাম, BoDর ডাইরেক্ট ও বাংলাদেশ স্কুল জালানের পরিচালনা পর্ষদের সদস্য জামাল উদ্দিন (ফাইন্যান্স), প্রদিপ ভৌমিক (একাডেমিক), কামাল উদ্দিন (প্রজেক্ট), শাহেদ (স্পোর্টস & কালচারাল), মুহাম্মদ শামশু ইসলাম (এডমিনিস্ট্রেশন), সাবেক কূটনীতিক মিশনের প্রধান (ঢাকা) তায়েব বিন সালিম আলাউয়ি, সুলতান বিন রাসিদ বিন মোঃ আল কাসবি, সাঈদ বিন নাসের বিন হামেদ আল সিনাদি, মোঃ বিন সাঈদ বিন আলী, শেখ মোঃ বিন মোঃ আল সাওয়াই, খলিফা বিন জুমাহ বিন সালমি আল কাসবি, আলী বিন জুমা আল গানবুসী, ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক (সিআইপি), চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াছিন চৌধুরী (সিআইপি), গাল্ফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উল হাসান চৌধুরী, বাংলাদেশ স্কুল মাস্কাট এর সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল পাশাসহ, ওমান কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও জালানে বসবাসরত প্রচুর সংখ্যক ওমানপ্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

 

স্কুল পরিচালনা কমিটি জানায়, বাংলা স্কুলে আসা ছাত্র-ছাত্রীদের বেতন অতি সামান্য। অভিভাবক ও বিভিন্ন শ্রেণি পেশার কমিউনিটির বিত্তবান ব্যক্তিদের দান করা টাকাই হলো এই স্কুলের সার্বিক পরিচালনাসহ অন্যন্য ব্যয় নির্বাহের মূল উৎস। এখানে ওমান বা বাংলাদেশ সরকারেরও সরাসরি অনুদান বা প্রকল্প নেই। প্রায় ৬কোটি ২২লক্ষ মূল্যের এ ভবন ক্রয়ের বেশির ভাগই এসেছে অভিভাবক ও কমিউনিটির ব্যক্তিদের অনুদান থেকে। এবারের সন্মানীত দাতাগনের বাইরে আরও নতুন দাতা পাওয়া গেলে ভবনের বাকী অর্ধেক কাজও করার পরিকল্পনা আছে।
উদ্বোধনের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলা স্কুলের অধ্যক্ষ কমিউনিটির অভিভাবক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিততে।


জমকালো এই অনুষ্ঠানের প্রধান আহবায়ক ছিলেন স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আব্দুল মালেক।

এসময়, তিনি স্কুলে সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এবং স্কুলকে সামনে এগিয়ে নিতে দক্ষ পরিচালনা কমিটি নির্বাচন, প্রবাসী বৃত্তশালী ব্যক্তিবর্গেও এগিয়ে আসার আহবান জানান তিনি।

আগত অতিথিদের ফুল দিয়ে বরণ, স্কুলের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নিত্য পরিবেশনা, বিশিষ্টজনের সম্মান ক্রেস্ট প্রদানসহ নানান অনুষ্ঠান মালা দিয়ে এই অনুষ্ঠানকে সাজানো হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও প্রবাসী বাংলাদেশীদের রাতের খাবার পরিবেশন করা হয়।

ওমান জালান অঞ্চলে বাংলাদেশ স্কুলের নতুন ভবনের উদ্বোধন

আপডেট সময় : ০৩:৪৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

ফোরকান মাহমুদ, ওমান মাস্কাট;

ওমান বাংলাদেশ স্কুল জালানের নতুন ভবন উদ্বোধন, প্রবাসের মাটিতে এই প্রথম কোন স্কুল নিজস্ব অর্থানে প্রায় ছয় কোটি ২ লক্ষ ওমানী রিয়াল ব্যায়ে ২২ কক্ষ বিশিষ্ট সকল সুযোগ-সুবিধা সম্পন্ন ভবন ক্রয় করে, বাংলাদেশী শিক্ষার্থীদের শিক্ষা দিতে নতুনত্ব নিয়ে যাত্রা শুরু করছেন। ২০০০ সালে থেকেই প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

মধ্যপ্রাচ্য আরব উপদ্বীপের, মরুময় দেশ, সুউচ্চ পর্বতমালা, শুভ্র বালুর সমুদ্র সৈকত ও মহাসাগরীয় বাণিজ্যের একটি অন্যতম এই দেশে বসবাসরত বাংলাদেশী পরিবারগুলোর সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করতে দৃষ্টি নন্দন, সবুজয়াতন সমুদ্র ঘেরা এই অঞ্চলে (২৪ মে ২০২৪) জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ভবনটির উদ্বোধন করা হয়।

মান্যবর রাষ্ট্রদূতকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে স্কুলের সভাপতি মোঃ আব্দুল মান্নান (সিআইপি)

 

শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, ওমান ও বাংলাদেশর জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন ওমানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্কুল জালানের বর্তমান পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট মুহাম্মদ আব্দুল মান্নান (সিআইপি) এবং স্বাগত বক্তব্য দিয়ে স্কুলের আয়-ব্যয় ও সার্বিক উন্নয়ন চিত্রও তুলে ধরেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওমান বাংলাদেশ স্কুল সমূহের, বোর্ড অব ডিরেক্টর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী এমদাদ হোসেন।

স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ওমান বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর রাফিউল ইসলাম, BoDর ডাইরেক্ট ও বাংলাদেশ স্কুল জালানের পরিচালনা পর্ষদের সদস্য জামাল উদ্দিন (ফাইন্যান্স), প্রদিপ ভৌমিক (একাডেমিক), কামাল উদ্দিন (প্রজেক্ট), শাহেদ (স্পোর্টস & কালচারাল), মুহাম্মদ শামশু ইসলাম (এডমিনিস্ট্রেশন), সাবেক কূটনীতিক মিশনের প্রধান (ঢাকা) তায়েব বিন সালিম আলাউয়ি, সুলতান বিন রাসিদ বিন মোঃ আল কাসবি, সাঈদ বিন নাসের বিন হামেদ আল সিনাদি, মোঃ বিন সাঈদ বিন আলী, শেখ মোঃ বিন মোঃ আল সাওয়াই, খলিফা বিন জুমাহ বিন সালমি আল কাসবি, আলী বিন জুমা আল গানবুসী, ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক (সিআইপি), চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াছিন চৌধুরী (সিআইপি), গাল্ফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উল হাসান চৌধুরী, বাংলাদেশ স্কুল মাস্কাট এর সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল পাশাসহ, ওমান কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও জালানে বসবাসরত প্রচুর সংখ্যক ওমানপ্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

 

স্কুল পরিচালনা কমিটি জানায়, বাংলা স্কুলে আসা ছাত্র-ছাত্রীদের বেতন অতি সামান্য। অভিভাবক ও বিভিন্ন শ্রেণি পেশার কমিউনিটির বিত্তবান ব্যক্তিদের দান করা টাকাই হলো এই স্কুলের সার্বিক পরিচালনাসহ অন্যন্য ব্যয় নির্বাহের মূল উৎস। এখানে ওমান বা বাংলাদেশ সরকারেরও সরাসরি অনুদান বা প্রকল্প নেই। প্রায় ৬কোটি ২২লক্ষ মূল্যের এ ভবন ক্রয়ের বেশির ভাগই এসেছে অভিভাবক ও কমিউনিটির ব্যক্তিদের অনুদান থেকে। এবারের সন্মানীত দাতাগনের বাইরে আরও নতুন দাতা পাওয়া গেলে ভবনের বাকী অর্ধেক কাজও করার পরিকল্পনা আছে।
উদ্বোধনের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলা স্কুলের অধ্যক্ষ কমিউনিটির অভিভাবক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিততে।


জমকালো এই অনুষ্ঠানের প্রধান আহবায়ক ছিলেন স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আব্দুল মালেক।

এসময়, তিনি স্কুলে সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এবং স্কুলকে সামনে এগিয়ে নিতে দক্ষ পরিচালনা কমিটি নির্বাচন, প্রবাসী বৃত্তশালী ব্যক্তিবর্গেও এগিয়ে আসার আহবান জানান তিনি।

আগত অতিথিদের ফুল দিয়ে বরণ, স্কুলের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নিত্য পরিবেশনা, বিশিষ্টজনের সম্মান ক্রেস্ট প্রদানসহ নানান অনুষ্ঠান মালা দিয়ে এই অনুষ্ঠানকে সাজানো হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও প্রবাসী বাংলাদেশীদের রাতের খাবার পরিবেশন করা হয়।