১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

লন্ডনে ঈদ উৎযাপন ও মিলন মেলা অনুষ্টিত

  • প্রবাস বাংলা
  • আপডেট সময় : ০৮:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
  • ৭৭ ভিউ

অনলাইন ডেস্ক:

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে লন্ডনে পালিত হয়েছে মুসলিম উম্মাহ,র সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা।

লন্ডনে বারকিং ডেগেনহাম কাউন্সিলের GoodMays park এ সকাল ১০ টায় অনুষ্টিত হয় ঈদুল আজহার নামাজে।

লন্ডনে ঈদের দিনটি ছিলো, বৃষ্টিস্নাত, সকাল থেকে হালকা বৃষ্টিপাত হয়, আবার নামাজের আগেই পরিবর্তন হয় আবহাওয়ার।

ঈদ নামাজ শেষে শুরু হয়, ঈদের আমেজ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ থেকে শুরু বাংলাদেশী তথা বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতে সবার মাঝে শুরু হয় এই ঈদের আমেজ।

ঈদ মানে আনন্দ ,ঈদ মানে খুশি, লন্ডনের মাঠিতে ঈদের প্রথম এবং দ্বিতীয় দিনে প্রিয়জনদের সাথে ঈদের আড্ডা চলে লন্ডন প্রবাসীদের সাথে।
এদিকে কোরবানির ঈদকে দেখা যায় অন্য ঈদের থেকে একটু ভিন্নভাবে।

সকাল থেকে গরু, ছাগল, মহিশ, বেড়া জবেহ ব্যস্ত থাকে বেশিরভাগ প্রবাসীরা।

লন্ডন প্রবাসীরা এই ঈদে অপেক্ষা করে কোরবানি শেষ করে কখন সবাই একসাথে বের হবে, বন্ধুদের সাথে আড্ডা দেবে। এইভাবে চমৎকার ঈদের রেশ আর আমেজ নিয়ে নতুন জামা কাপড় পরে , সবার সাথে মিলেমিশে সুন্দর সময় আসলে শুধুমাত্র বছরে ঈদের সময়েই কাটে ।

এদিকে ঈদ আড্ডায় মিলিত হয়ে, কমিউনিটি নেতৃবৃন্দের প্রত্যাশা সকলের ঈদ কাটুক আনন্দে উৎসবে। সকলের ঈদ সুন্দর এবং সুস্থভাবে পরিবারের সাথে কাটুক এটাই প্রার্থনা করি।

একটি ঈদ আড্ডা অনুষ্ঠানে উপস্তিতি ছিলেন- স্কটল্যান্ড থেকে আগত বিশিস্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার সেলিম চৌধুরী, আলমগীর সওদাগর, মোঃ মুনছুর আহমেদ চৌধুরী, সাহেদুল আলম মামুন, মিজান উদ্দিন , মোঃইয়াকুব চৌধুরী , ইয়াছিন আলতাফ, মোঃসালাউদ্দিন, জিয়া লাভলু , মোঃইব্রাহিম জাহান, শহিদুল আলম চৌধুরী, ইকরামুল হক, মোহাম্মদ করিম, ওবাইদ মোর্শেদ, মোঃবাচ্চু সৈয়দ রাসেল, আমিনুল ইসলাম সহ আরো অনেকে।

আগামীতে ধারাবাহিক ভাবে এইরকম আয়োজন অনুস্টিত হবে। এই প্রোগ্রামে পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন প্রোগ্রাম সফল করার জন্য যাঁদের সর্বাত্নক চেস্টা ছিল মোঃআলমগীর সওদাগর, শহিদুল আলম চৌধুরী, ওবাইদ মোর্শেদ, টিভি ২৪ বাংলা এর চেয়ারম্যান মাসুদুর রহমান।

এক সাক্ষাৎতে লন্ডন প্রবাসীরা অনুভূতির কথা প্রকাশ করেন সেতুবন্ধন কাজ করবে। বর্তমান জেনেরেশন মাঝে ঈদের সটিক বারতা পৌছানো।

লন্ডনে ঈদ উৎযাপন ও মিলন মেলা অনুষ্টিত

আপডেট সময় : ০৮:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

অনলাইন ডেস্ক:

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে লন্ডনে পালিত হয়েছে মুসলিম উম্মাহ,র সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা।

লন্ডনে বারকিং ডেগেনহাম কাউন্সিলের GoodMays park এ সকাল ১০ টায় অনুষ্টিত হয় ঈদুল আজহার নামাজে।

লন্ডনে ঈদের দিনটি ছিলো, বৃষ্টিস্নাত, সকাল থেকে হালকা বৃষ্টিপাত হয়, আবার নামাজের আগেই পরিবর্তন হয় আবহাওয়ার।

ঈদ নামাজ শেষে শুরু হয়, ঈদের আমেজ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ থেকে শুরু বাংলাদেশী তথা বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতে সবার মাঝে শুরু হয় এই ঈদের আমেজ।

ঈদ মানে আনন্দ ,ঈদ মানে খুশি, লন্ডনের মাঠিতে ঈদের প্রথম এবং দ্বিতীয় দিনে প্রিয়জনদের সাথে ঈদের আড্ডা চলে লন্ডন প্রবাসীদের সাথে।
এদিকে কোরবানির ঈদকে দেখা যায় অন্য ঈদের থেকে একটু ভিন্নভাবে।

সকাল থেকে গরু, ছাগল, মহিশ, বেড়া জবেহ ব্যস্ত থাকে বেশিরভাগ প্রবাসীরা।

লন্ডন প্রবাসীরা এই ঈদে অপেক্ষা করে কোরবানি শেষ করে কখন সবাই একসাথে বের হবে, বন্ধুদের সাথে আড্ডা দেবে। এইভাবে চমৎকার ঈদের রেশ আর আমেজ নিয়ে নতুন জামা কাপড় পরে , সবার সাথে মিলেমিশে সুন্দর সময় আসলে শুধুমাত্র বছরে ঈদের সময়েই কাটে ।

এদিকে ঈদ আড্ডায় মিলিত হয়ে, কমিউনিটি নেতৃবৃন্দের প্রত্যাশা সকলের ঈদ কাটুক আনন্দে উৎসবে। সকলের ঈদ সুন্দর এবং সুস্থভাবে পরিবারের সাথে কাটুক এটাই প্রার্থনা করি।

একটি ঈদ আড্ডা অনুষ্ঠানে উপস্তিতি ছিলেন- স্কটল্যান্ড থেকে আগত বিশিস্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার সেলিম চৌধুরী, আলমগীর সওদাগর, মোঃ মুনছুর আহমেদ চৌধুরী, সাহেদুল আলম মামুন, মিজান উদ্দিন , মোঃইয়াকুব চৌধুরী , ইয়াছিন আলতাফ, মোঃসালাউদ্দিন, জিয়া লাভলু , মোঃইব্রাহিম জাহান, শহিদুল আলম চৌধুরী, ইকরামুল হক, মোহাম্মদ করিম, ওবাইদ মোর্শেদ, মোঃবাচ্চু সৈয়দ রাসেল, আমিনুল ইসলাম সহ আরো অনেকে।

আগামীতে ধারাবাহিক ভাবে এইরকম আয়োজন অনুস্টিত হবে। এই প্রোগ্রামে পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন প্রোগ্রাম সফল করার জন্য যাঁদের সর্বাত্নক চেস্টা ছিল মোঃআলমগীর সওদাগর, শহিদুল আলম চৌধুরী, ওবাইদ মোর্শেদ, টিভি ২৪ বাংলা এর চেয়ারম্যান মাসুদুর রহমান।

এক সাক্ষাৎতে লন্ডন প্রবাসীরা অনুভূতির কথা প্রকাশ করেন সেতুবন্ধন কাজ করবে। বর্তমান জেনেরেশন মাঝে ঈদের সটিক বারতা পৌছানো।