১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

ওমানে কমেছে বাংলাদেশীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে যে দেশের শ্রমিক

অনলাইন ডেস্ক:”ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশন (এনসিএসআই) প্রতিবেদনে সালতানাত অব ওমানে বাংলাদেশীদের জনসংখ্যা কমলেও বেড়েছে বেশ কিছু দেশের শ্রমিক সংখ্যা।

পরিসংখ্যান দেখায় যে মিয়ানমার থেকে প্রবাসীর সংখ্যা ২০২৪ সালের মে মাসে ১০২.৬ শতাংশ বেড়ে ২৮৯৪৭ হয়েছে। যা ২০২৩ সালের শেষের দিকে মিয়ানমার আধিবাসী ছিলেন ২৩৩২৯ জন।

তানজানিয়া থেকে প্রবাসীদের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪.৫ শতাংশ, যা ইতিপূর্বে ছিলো ১৯৯৬২ জন, তবে কমেছে নেপালি প্রবাসীদের সংখ্যা ২.৭ শতাংশ কমে ২০২০২ জন হয়েছে। ২০২৩ সালের শেষে এটি ছিল মাত্র ২০২৮৬ এবং এই বছরের এপ্রিলের শেষের দিকে ১৯২৬২ জনে এসে দাঁড়িয়েছে।

অন্যদের মধ্যে, ২৬৩৭৪ জন শ্রীলঙ্কার প্রবাসী (-৪.৩), ৪২২১৯, মিশরীয় (+৮.১), এবং ৪৪,৩০৭ ফিলিপাইন প্রবাসী (-৪.২) রয়েছেন।

সালতানাত অব ওমানেে প্রধান প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে, ২০২৩ সালের একই সময়ের তুলনায় ২০২৪ সালের মে মাসে ভারতীয়দের সংখ্যা ৪ শতাংশ কমে ৫০৯০০৬-এ নেমে এসেছে। ২০২৩ সালের শেষে দিকে ওমানে ৫২০,৪৩১ জন ভারতীয় কর্মরত ছিলেন।

একই সময়ে, গত বছরের একই সময়ের তুলনায় ২০২৪ সালের মে মাসে পাকিস্তান থেকে প্রবাসীদের সংখ্যা পাঁচ শতাংশ বেড়ে ২৮৯,৪৮১ হয়েছে। যা ২০২৩ সালের শেষের দিকে পাকিস্তান থেকে ২৮৮,২৯০ জন প্রবাসী ওমানে ছিলেন।

ওমানে বাংলাদেশী জনশক্তির বর্তমান অবস্থান..

ওমান ২০২৩ সালের পর সবচাইতে বেশি বাংলাদেশি প্রবাসীদের কমতে দেখা গেছে, যা ২০২৩ সালের শেষে ৭১৯,১১১ থেকে চলতি বছরের মে মাসের হিসাব অনুযায়ী ৬৮৪,১০৮ -এ নেমে এসেছে।
ওক বছরের ব্যবধানে, মে ২০২৩ এবং ২০২৪ এর মধ্যে ২.৮ শতাংশ বাংলাদেশী জনসংখ্যা হ্রাস পেয়েছে।

উল্লেখ্য যে, বাংলাদেশীদের জন্য রয়্যাল ওমান পুলিশ (আরওপি) ওমানের সালতানাতে আগত সকল জাতীয়তার কাজের ভিসা, সব ট্যুরিস্ট এবং ভিজিট ভিসার উপর বন্ধ ঘোষণা দিয়েছিলেন, সেইসাথে সব ধরণের নতুন ভিসার উপরও নিষেধাজ্ঞা আরোপ করেন র্যাল ওমান পুলিশ।

বাংলাদেশি নাগরিকদের জন্য ৩১ অক্টোবর, ২০২৩- এ এমন ঘোষনা দেন ওমান র্যায়েল ওমান পুলিশ।
তবে, চলতি বছরের (২০২৪) জুনের দিকে শ্রমিক ভিসা ছনড়া বাংলাদেশি নাগরিকদের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা থেকে বেশ কিছু ভিসা অব্যাহতি দেওয়া হয়েছে, যা ঢাকায় ওমান দূতাবাস এক বিবৃতিতে জানানো হয়।

ওমানে কমেছে বাংলাদেশীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে যে দেশের শ্রমিক

আপডেট সময় : ০২:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

অনলাইন ডেস্ক:”ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশন (এনসিএসআই) প্রতিবেদনে সালতানাত অব ওমানে বাংলাদেশীদের জনসংখ্যা কমলেও বেড়েছে বেশ কিছু দেশের শ্রমিক সংখ্যা।

পরিসংখ্যান দেখায় যে মিয়ানমার থেকে প্রবাসীর সংখ্যা ২০২৪ সালের মে মাসে ১০২.৬ শতাংশ বেড়ে ২৮৯৪৭ হয়েছে। যা ২০২৩ সালের শেষের দিকে মিয়ানমার আধিবাসী ছিলেন ২৩৩২৯ জন।

তানজানিয়া থেকে প্রবাসীদের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪.৫ শতাংশ, যা ইতিপূর্বে ছিলো ১৯৯৬২ জন, তবে কমেছে নেপালি প্রবাসীদের সংখ্যা ২.৭ শতাংশ কমে ২০২০২ জন হয়েছে। ২০২৩ সালের শেষে এটি ছিল মাত্র ২০২৮৬ এবং এই বছরের এপ্রিলের শেষের দিকে ১৯২৬২ জনে এসে দাঁড়িয়েছে।

অন্যদের মধ্যে, ২৬৩৭৪ জন শ্রীলঙ্কার প্রবাসী (-৪.৩), ৪২২১৯, মিশরীয় (+৮.১), এবং ৪৪,৩০৭ ফিলিপাইন প্রবাসী (-৪.২) রয়েছেন।

সালতানাত অব ওমানেে প্রধান প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে, ২০২৩ সালের একই সময়ের তুলনায় ২০২৪ সালের মে মাসে ভারতীয়দের সংখ্যা ৪ শতাংশ কমে ৫০৯০০৬-এ নেমে এসেছে। ২০২৩ সালের শেষে দিকে ওমানে ৫২০,৪৩১ জন ভারতীয় কর্মরত ছিলেন।

একই সময়ে, গত বছরের একই সময়ের তুলনায় ২০২৪ সালের মে মাসে পাকিস্তান থেকে প্রবাসীদের সংখ্যা পাঁচ শতাংশ বেড়ে ২৮৯,৪৮১ হয়েছে। যা ২০২৩ সালের শেষের দিকে পাকিস্তান থেকে ২৮৮,২৯০ জন প্রবাসী ওমানে ছিলেন।

ওমানে বাংলাদেশী জনশক্তির বর্তমান অবস্থান..

ওমান ২০২৩ সালের পর সবচাইতে বেশি বাংলাদেশি প্রবাসীদের কমতে দেখা গেছে, যা ২০২৩ সালের শেষে ৭১৯,১১১ থেকে চলতি বছরের মে মাসের হিসাব অনুযায়ী ৬৮৪,১০৮ -এ নেমে এসেছে।
ওক বছরের ব্যবধানে, মে ২০২৩ এবং ২০২৪ এর মধ্যে ২.৮ শতাংশ বাংলাদেশী জনসংখ্যা হ্রাস পেয়েছে।

উল্লেখ্য যে, বাংলাদেশীদের জন্য রয়্যাল ওমান পুলিশ (আরওপি) ওমানের সালতানাতে আগত সকল জাতীয়তার কাজের ভিসা, সব ট্যুরিস্ট এবং ভিজিট ভিসার উপর বন্ধ ঘোষণা দিয়েছিলেন, সেইসাথে সব ধরণের নতুন ভিসার উপরও নিষেধাজ্ঞা আরোপ করেন র্যাল ওমান পুলিশ।

বাংলাদেশি নাগরিকদের জন্য ৩১ অক্টোবর, ২০২৩- এ এমন ঘোষনা দেন ওমান র্যায়েল ওমান পুলিশ।
তবে, চলতি বছরের (২০২৪) জুনের দিকে শ্রমিক ভিসা ছনড়া বাংলাদেশি নাগরিকদের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা থেকে বেশ কিছু ভিসা অব্যাহতি দেওয়া হয়েছে, যা ঢাকায় ওমান দূতাবাস এক বিবৃতিতে জানানো হয়।