
প্রবাস বাংলা ডেস্ক: সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে ৭,২৩৮ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
এই অভিযানে আটক ব্যক্তিরা বিভিন্নভাবে আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন। এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদিতে অবস্থান করছেন, ভিসা নবায়ন না করে অবৈধভাবে বসবাস করছেন অথবা *অনুমোদিত পেশার বাইরে কাজ করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।” একইসঙ্গে সৌদি নাগরিক ও বৈধ প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে, তারা যেন অবৈধ শ্রমিক বা বাসিন্দাদের আশ্রয়, চাকরি বা পরিবহন না দেন।
মন্ত্রণালয় আরও জানায়, আইন মেনে চলা ও নিরাপদ সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন, এবং কেউ সন্দেহজনক কিছু দেখলে যেন তা নিকটবর্তী কর্তৃপক্ষকে অবহিত করেন।














