
পিবিএন ডেস্ক : ওমানের সুলতান হাইথম বিন তারিক আল সাঈদ হযরত মুহাম্মদ (সাঃ) এর জম্মবার্ষিকী (১৪৪৭) হিজরি উপলক্ষে ৪৪ জন বাংলাদেশি বন্দিকে ক্ষমা করেছেন।
ওমান বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেজবুক পেইজে এক পোষ্ট এই তথ্য জানানো হয়।
দূতাবাসের ফেজবুকে দেয়া পোষ্টে বলা হয়, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) ১৪৪৭ হিজরি উপলক্ষ্যে ৪৪ জন বাংলাদেশি সাজাপ্রাপ্ত বন্দীদের সালতানাত অব ওমান “মহামান্য সুলতানের”
পক্ষ হতে সাধারণ ক্ষমা প্রদান করেছে, জেলখানার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সাধারণ ক্ষমা প্রাপ্তদের অতিসত্ত্বর দেশে প্রেরণ করা হবে।
এর আগে ওমান রয়্যাল পুলিশের এক বিজ্ঞপ্তিতে ৩৪১ জনকে ক্ষমা করার কথা উল্লেখ করা হয়। ক্ষমাপ্রাপ্তদের মধ্যে ওমানি নাগরিক ছাড়াও ওমানে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসী রয়েছেন, যারা বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন।
সুলতানের এই উদার পদক্ষেপ মানবিক মূল্যবোধে তার গভীর আস্থার প্রতিফলন এবং এই পবিত্র সময় পরিবারের কাছে স্বস্তি ও আনন্দ ফিরিয়ে দেওয়ার আন্তরিক প্রচেষ্টার অংশ বলে বিবেচিত হচ্ছে।
রাজকীয় ক্ষমা ওমানি নেতৃত্বের সহমর্মিতা ও ক্ষমাশীলতার সংস্কৃতিকে তুলে ধরে, বিশেষ করে ধর্মীয় ও জাতীয় উৎসবসমূহে।
এছাড়া এই উদ্যোগ সামাজিক সংহতি, ঐক্য এবং করুণার ওপর ভিত্তি করে গঠিত ওমানি সমাজের মূলনীতিগুলোকেও সামনে নিয়ে আসে।
প্রবাসী বন্দিদের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।














