প্রবাস বাংলা
রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

ওমানে ৪৪ জন বাংলাদেশি বন্দিকে ক্ষমা

প্রতিবেদক
প্রবাস বাংলা
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ

পিবিএন ডেস্ক : ওমানের সুলতান হাইথম বিন তারিক আল সাঈদ হযরত মুহাম্মদ (সাঃ) এর জম্মবার্ষিকী (১৪৪৭) হিজরি উপলক্ষে ৪৪ জন বাংলাদেশি বন্দিকে ক্ষমা করেছেন।

ওমান বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেজবুক পেইজে এক পোষ্ট এই তথ্য জানানো হয়।

দূতাবাসের ফেজবুকে দেয়া পোষ্টে বলা হয়, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) ১৪৪৭ হিজরি উপলক্ষ্যে ৪৪ জন বাংলাদেশি সাজাপ্রাপ্ত বন্দীদের সালতানাত অব ওমান “মহামান্য সুলতানের”
পক্ষ হতে সাধারণ ক্ষমা প্রদান করেছে, জেলখানার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সাধারণ ক্ষমা প্রাপ্তদের অতিসত্ত্বর দেশে প্রেরণ করা হবে।

এর আগে ওমান রয়্যাল পুলিশের এক বিজ্ঞপ্তিতে ৩৪১ জনকে ক্ষমা করার কথা উল্লেখ করা হয়। ক্ষমাপ্রাপ্তদের মধ্যে ওমানি নাগরিক ছাড়াও ওমানে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসী রয়েছেন, যারা বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন।

সুলতানের এই উদার পদক্ষেপ মানবিক মূল্যবোধে তার গভীর আস্থার প্রতিফলন এবং এই পবিত্র সময় পরিবারের কাছে স্বস্তি ও আনন্দ ফিরিয়ে দেওয়ার আন্তরিক প্রচেষ্টার অংশ বলে বিবেচিত হচ্ছে।

রাজকীয় ক্ষমা ওমানি নেতৃত্বের সহমর্মিতা ও ক্ষমাশীলতার সংস্কৃতিকে তুলে ধরে, বিশেষ করে ধর্মীয় ও জাতীয় উৎসবসমূহে।

এছাড়া এই উদ্যোগ সামাজিক সংহতি, ঐক্য এবং করুণার ওপর ভিত্তি করে গঠিত ওমানি সমাজের মূলনীতিগুলোকেও সামনে নিয়ে আসে।

প্রবাসী বন্দিদের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ওমান বিমানবন্দরে আটকে পড়া দুই নারী দেশে ফিরেছে

প্রবাসীদের ভোটাধিকার পূর্ণাঙ্গ বাস্তবায়ন পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে

ওমানে স্বর্ণের নতুন রেকর্ড: প্রতি আউন্স সোয়া ৩ লাখ টাকা, বছরে বৃদ্ধি ৪০ শতাংশ

জয়পুরহাটের ১০টি পূজামণ্ডপে ওমান প্রবাসী আমিনুরের অনুদান

মালয়েশিয়ার এফএমএম-এর সাথে বোয়েসেলের দ্বিপাক্ষিক বৈঠক

প্রবাসে সাংবাদিকতায় অবদান রাখায় সাইফুল ইসলামকে সম্মাননা

ওমানে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

How Much Time On Social Networks Is Considered Healthy

জিসিসি শীর্ষ সম্মেলনে উপসাগরীয় নিরাপত্তা, শান্তি ও উন্নয়নে পাঁচ দফার অঙ্গীকার

লিবিয়া জেলে আটক চারজন বাংলাদেশিকে মুক্তি