
দূতাবাস সংবাদ: বাংলাদেশ দূতাবাস, লিবিয়া প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি দূতাবাসের একটি কনস্যুলার টিমের পক্ষ থেকে মিসরাতা শহরে কন্স্যুলার ও কল্যাণ সেবা দেওয়া হয়। এই সময়ে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী তাদের ডিজিটাল পাসপোর্ট রিইস্যুর আবেদন সম্পন্ন করেন, পূর্বে আবেদনকৃত ডিজিটাল পাসপোর্ট গ্রহণ করেন, আউটপাসের জন্য আবেদন করেন এবং বিভিন্ন ধরণের সার্টিফিকেট গ্রহণ করেন।
সফরকালে মান্যবর রাষ্ট্রদূত এবং দূতাবাসের মিনিস্টার (শ্রম) মিসরাতার একটি কোম্পানি থেকে দেশে ফেরত যেতে অপেক্ষমান ২৭ জন বাংলাদেশির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের দেশে যাওয়ার প্রচেষ্টা সম্পর্কে অবহিত করেন। দূতাবাসের প্রতিনিধি দল ১০ ফেব্রুয়ারিতে তারিখে ৪ জন এবং ১২ ফেব্রুয়ারিতে ০৩ জন বাংলাদেশিকে মিসরাতার নাজদা পুলিশের নিকট থেকে গ্রহণ করে এবং পরবর্তীতে তাদেরকে নিকটাত্মীয়ের কাছে হস্তান্তর করে।
উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে ১১ ফেব্রুয়ারি তারিখে জাওয়াইয়া থেকে উদ্ধার হওয়া ৮ জন বাংলাদেশিকে প্রয়োজনীয় মানবিক সহযোগিতা দেওয়া হয় এবং তাদের নিকটাত্মীয়ের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এছাড়া দূতাবাসের তৎপরতায় ৩০ জানুয়ারি এবং ০২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জাওয়াইয়া পুলিশের সহায়তায় ২ জন অপহৃত বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়। তাছাড়া ত্রিপলীর সালাহউদ্দিন এলাকায় গুরুতর অসুস্থ অবস্থায় পাওয়া এক বাংলাদেশিকে দূতাবাস হতে আইওএম-এর সহযোগিতায় তাজ ক্লিনিকে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।














