
পিবিএন ডেস্ক : ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব অনুমোদিত ইঞ্জিনিয়ার উইং এর ২০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মজুমদারকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আবুল কালাম সাজ্জাদ।
এই উপলক্ষে ক্লাবের আমিন আহমেদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি।
ক্লাবের সাধারণ সম্পাদক এমএন আমিনের পরিচালনায়, সভায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ইফতেখার উল হাসান চৌধুরী, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, আজিজুল হক বাবুল সিআইপি, আনোয়ার হোসেনসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে ইঞ্জিনিয়ার উইং এর উপদেষ্টা হিসেবে ইঞ্জিনিয়ার এ.টি.এম. ফারুক, ইঞ্জি: মোঃ সানাউল্লাহ ইঞ্জি: মোঃ কামরুজ্জামান, ইঞ্জি: মনির হোসেনকে রাখা হয়েছে।
এছাড়াও সহ-সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার নিকসন বড়ুয়া ও ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আরেফিন মুর্শেদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো’ হুমায়র কবির জনি, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, জন বিষয়ক ইঞ্জি: সাদ আহমেদ দায়িত্ব পালন করবেন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আইনি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এস. এম. আরেফিন ইসলাম, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার মো. টিপু সুলতান, সামাজ কল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ বিন মুস্তফা, কর্মসংস্থান ও যুব বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সহকারী তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ তানভীর হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবু খালেদ, সহকারী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, নারী সম্পাদক* – ইঞ্জিনিয়ার ফারজানা রিমি, ব্রাঞ্চ অ্যাফেয়ার্স সম্পাদক (সোহার) ইঞ্জিনিয়ার মো. জসিম।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত কমিটির সদস্যরা ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি’র সাথে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন।
এই কমিটির মাধ্যমে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীরা সমাজসেবায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।













