
পিবিএন ডেস্ক : “Beat the Heat” স্লোগানে তীব্র তাপদাহে ওমানের মাস্কাটে বাংলাদেশি প্রবাসীদের সচেতন করতে দিনব্যাপী ক্যাম্পেইন আয়োজন করেছে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ‘বৃহত্তর ঢাকা উইং’।
কর্মসূচির আওতায় প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, তীব্র গরমে করণীয় এবং জরুরি সহায়তা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি শ্রমিকদের মাঝে উপহারস্বরূপ খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।
ঢাকা উইং-এর আহ্বায়ক মোহাম্মদ ইকবালের নেতৃত্বে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন উইং-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ ও মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আহমাদ উল্লাহ, ইঞ্জিনিয়ার আরিফ, ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, ইঞ্জিনিয়ার আলমগীর, ইঞ্জিনিয়ার মেহেদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ওমানে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে প্রথমবারের মতো প্রবাসী শ্রমিকদের মাঝে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে বৃহত্তর ঢাকা উইং।
এ সময় প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, তীব্র গরমে করণীয়, ওমান সরকারের নিয়ম মেনে চলা এবং বৈধপথে রেমিট্যান্স প্রেরণসহ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন উইংয়ের নেতৃবৃন্দ।
এছাড়া উইংয়ের নেতৃবৃন্দ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরজুল হক সি.আই.পি, সহ সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান তাদের পরামর্শ এবং সার্বিক সহযোগিতার জন্য ।
চেয়ারম্যান সিরজুল হক সি.আই.পি. এ ধরনের ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণের জন্য ঢাকা উইংয়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বৃহৎ পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।














