প্রবাস বাংলা
রবিবার , ২৯ জুন ২০২৫ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

ওমানে চালু হচ্ছে ১১টি নতুন ভিসা সেন্টার

প্রতিবেদক
প্রবাস বাংলা
জুন ২৯, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ

প্রবাস বাংলা, মাস্কাট: ওমানে ভারতীয় দূতাবাস আগামী ১ জুলাই ২০২৫ থেকে কনস্যুলার, পাসপোর্ট ও ভিসা সেবা নতুন সার্ভিস প্রোভাইডার SGIVS Global Services LLC -এর মাধ্যমে প্রদান শুরু করবে।

প্রথম পর্যায়ে, সব ধরনের সেবা দূতাবাসের বর্তমান ঠিকানা—আল খুয়াইরের কূটনৈতিক এলাকার জামিআত আল-দোয়াল আল-আরাবিয়া স্ট্রিট -এ অবস্থিত খফিস থেকেই দেওয়া হবে।

নতুন এই সেবা কাঠামোর অধীনে SGIVS গ্লোবাল সার্ভিসেস (SGIVS Global Services) ওমান জুড়ে ১১টি আবেদন কেন্দ্র স্থাপন করবে, যাতে ভারতীয় নাগরিক ও অন্যান্য আবেদনকারীরা সহজে সেবা পেতে পারেন। এসব কেন্দ্র ১৫ আগস্ট ২০২৫-এর মধ্যে পুরোপুরি চালু হবে।
স্থানসমূহ: মাস্কাট, সালালাহ, সোহার, ইবরি, সুর, নিজওয়া, দুকুম, ইবরা, খাসাব, বুরাইমি ও বারকা।
এক সরকারি বিজ্ঞপ্তিতে ভারতীয় দূতাবাস জানায়:
“১ জুলাই ২০২৫ থেকে SGIVS Global LLC নতুন সার্ভিস প্রোভাইডার হিসেবে কনস্যুলার, পাসপোর্ট ও ভিসা সেবা প্রদান করবে। প্রাথমিকভাবে দূতাবাস থেকেই সেবা দেওয়া হবে এবং ১৫ আগস্ট ২০২৫-এর মধ্যে ১১টি নতুন কেন্দ্র চালু হবে। আবেদনকারীদের যথাযথ পরিকল্পনা করার অনুরোধ করা হচ্ছে এবং অফিসিয়াল আপডেট অনুসরণ করতে বলা হচ্ছে।”

এছাড়া, স্থানান্তর প্রক্রিয়ার সময় সামান্য সেবা বিঘ্ন ঘটতে পারে বলে দূতাবাস আগাম সতর্কতা দিয়েছে এবং ধৈর্য ও সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছে।

সর্বশেষ - জাতীয়