প্রবাস বাংলা
শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

সিঙ্গাপুর CNB-এর অভিযানে মাদকসহ ৭ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার

প্রতিবেদক
প্রবাস বাংলা
ডিসেম্বর ১৩, ২০২৫ ৫:৪৮ পূর্বাহ্ণ

পিবিএন ডেস্ক : সিঙ্গাপুর কেন্দ্রীয় মাদকদ্রব্য ব্যুরো (CNB) চার দিনের ধারাবাহিক অভিযানে বিভিন্ন মাইগ্রান্ট শ্রমিক ডরমিটরি থেকে মাদক–সংক্রান্ত অভিযোগে সাতজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি।

CNB জানায়, গ্রেপ্তার হওয়া সাতজনই বাংলাদেশি পুরুষ, যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জুরং ওয়েস্ট, সেলেটার ও চোয়া চু কাং এলাকার একাধিক ডরমিটরিতে পৃথক অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার করা হয়।

সংস্থাটির তথ্য অনুযায়ী সোমবার জুরং ওয়েস্ট এলাকার একটি মাইগ্রান্ট শ্রমিক ডরমিটরি থেকে ২৫ বছর বয়সী এক বাংলাদেশিকে মাদক সেবনের সন্দেহে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সেলেটার এলাকার আরেকটি ডরমিটরিতে অভিযানে ২৩ বছর বয়সী এক যুবককে মাদক সেবন এবং ২৯ বছর বয়সী আরেকজনকে মাদক পাচারের সন্দেহে আটক করা হয়। এ সময় বয়স্ক সন্দেহভাজনের কাছ থেকে অল্প পরিমাণ ‘আইস’ (মেথামফেটামিন) ও বিভিন্ন মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। বৃহস্পতিবার চোয়া চু কাং এলাকার একটি ডরমিটরিতে পরিচালিত অভিযানে আরও চারজনকে মাদক–সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানে একজনের কাছ থেকে অল্প পরিমাণ ‘আইস’ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
CNB আরও জানায়, অভিযানে সিঙ্গাপুর পুলিশ ফোর্স, সিঙ্গাপুর কাস্টমস, হেলথ সায়েন্সেস অথরিটি, মানবসম্পদ মন্ত্রণালয় (MOM) এবং ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটির সদস্যরা যৌথভাবে অংশ নেন। অবৈধ কার্যক্রম, বিশেষ করে মাদক–সংক্রান্ত অপরাধ দমনে সমন্বিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সিঙ্গাপুরে মাদক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - জাতীয়