
পিবিএন ডেস্ক: ২০২৪–২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২৬ সালের জন্য তিন (৩) ক্যাটাগরিতে বাংলাদেশি গুরুত্বপূর্ণ ব্যাক্তির নাম প্রকাশ করেছে তারমধ্যে, “বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি” ক্যাটাগরিতে ০১ (এক) জন, “বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি” ক্যাটাগরিতে ৭৫ (পঁচাত্তর) জন এবং “বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি” ক্যাটাগরিতে ১০ (দশ) জনসহ সর্বমোট ৮৬ (ছিয়াশি) জন প্রবাসীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (অনিবাসী বাংলাদেশি) বা সিআইপি (এনআরবি) হিসেবে নির্বাচিত করেছে।
এদিকে বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ৭৫ জনের মধ্যে ওমান থেকে গুরুত্বপূর্ণ ব্যাক্তি সিআইপি নির্বাচিত হয়েছেন সাত (৭) জন। তারা হলেন- আজিমুল হক বাবুল, মোহাম্মদ আব্দুল মান্নান, আফতাব উদ্দিন জনি, নুর মোহাম্মদ, রফিকুল ইসলাম, নুরুল আমিন, মোহাম্মদ তৌফিকুজ্জামান।
প্রবাসী বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-এনআরবি) যে সকল সুযোগ-সুবিধা পাবে : প্রবাসী বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-এনআরবি) হিসেবে নির্বাচিত অনিবাসী বাংলাদেশিরা সরকারের পক্ষ থেকে একাধিক বিশেষ সুযোগ-সুবিধা পাবেন। সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচিত সিআইপি (এনআরবি) ব্যক্তিদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সরকার অনুমোদিত পরিচয়পত্র প্রদান করা হবে। এই পরিচয়পত্রের মেয়াদকালে তারা বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের অনুমতিও পাবেন।
এছাড়া সরকার কর্তৃক গঠিত বিভিন্ন নীতি নির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে তাদের যোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে। দেশে ও বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের ক্ষেত্রেও তারা অগ্রাধিকার সুবিধা ভোগ করবেন।
জাতীয় গুরুত্বপূর্ণ দিবস যেমন— শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক অভিবাসী দিবস, জাতীয় প্রবাসী দিবস এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো ধর্মীয় উৎসব উপলক্ষে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহের আয়োজিত অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো হবে।
ব্যবসায়িক প্রয়োজনে বিমান, রেল, সড়ক ও জলপথে আসন সংরক্ষণের ক্ষেত্রে সিআইপি (এনআরবি) ব্যক্তিরা অগ্রাধিকার সুবিধা পাবেন। পাশাপাশি নিজে, স্ত্রী ও সন্তানদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা গ্রহণেও তারা অগ্রাধিকার পাবেন।
বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সিআইপি (এনআরবি) ব্যক্তিরা বিদেশি বিনিয়োগকারীদের সমপর্যায়ের সুযোগ-সুবিধা ভোগ করবেন। তাদের বিনিয়োগ Foreign Private Investment (Promotion and Protection) Act, 1980 অনুযায়ী সংরক্ষিত থাকবে। এছাড়া বিমানবন্দরে তারা ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার ও বিশেষ হ্যান্ডলিং সুবিধা পাবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পরিচয়পত্রের মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর সংশ্লিষ্ট বছরের জন্য প্রদত্ত কোনো সুযোগ-সুবিধা দাবি করা যাবে না। সরকার চাইলে গেজেট প্রজ্ঞাপন জারির মাধ্যমে যেকোনো সময় এসব সুবিধা প্রত্যাহার করতে পারবে।
আজ ১৪ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব সাইয়েদা ফয়জুন্নেছা সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের সিআইপি হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।












