প্রবাস বাংলা
রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

লন্ডনে জিসিএর উদ্যোগে মহান বিজয় দিবস উৎযাপন

প্রতিবেদক
প্রবাস বাংলা
ডিসেম্বর ১৪, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ

এম. রহমান, লন্ডন: গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে (জিসিএ)-এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সেন্টারে এক আলোচনা সভা, শিশু-কিশোরদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার ১৩ ডিসেম্বর অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির কনভেনার ব্যারিস্টার আবুল মনছুর শাহজাহান এর সভাপতিত্বে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কনভেনিং কমিটির সদস্য মাসুদুর রহমান, মোহাম্মদ কায়সার, নুরুন্নবী ও আসমা আলম।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফসি উদ্দিন।

৷ আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের ফাউন্ডিং প্রেসিডেন্ট ও ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, সাবেক প্রেসিডেন্ট ইসহাক চৌধুরী, সাবেক জেনারেল সেক্রেটারি কাউন্সিলর ফিরোজ গনি, ট্রাস্টি আরশাদ মালিক, মনির মাহমুদ, মো. আলী রেজা, সাবেক সেক্রেটারি মোহাম্মদ কায়সার, সাবেক ট্রেজারার মো. মাসুদুর রহমান, শেখ নেজাম উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য মো. ইব্রাহিম জাহান, মোহাম্মদ ফসি উদ্দিন, অ্যাডভোকেট গাজী মোজাফফর হাসান চৌধুরী, ডা. মিফতাহুল জান্নাত, মীরা বড়ুয়া, সেলিনা আক্তার, রোচে আনচা প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিসেস জান্নাতুল ফেরদৌস, মিসেস সাবিনা ইয়াছমিন, আব্দুল খালেক, আব্দুর রহমান, আবু তালেব, ইঞ্জিনিয়ার রাসেলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবময় একটি দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা ও বিজয় নিশ্চিত হয়। তাঁরা একাত্তরের রণাঙ্গনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বলেন, দেশ স্বাধীন হয়েছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। স্বাধীনতার মূল্যবোধ সমুন্নত রাখা ও লাখো শহীদের স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় বাঙালির মুক্তির সংগ্রামে বিজয় ছিনিয়ে আনার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং স্বাধীনতার জন্য আত্মদানকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হয়।

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যারিস্টার আবুল মনছুর শাহজাহান।

দ্বিতীয় পর্বে আলোচনা শেষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্ব-রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরিশেষে জিসিএর কনভেনার উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করলে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

সর্বশেষ - জাতীয়