প্রবাস বাংলা
বুধবার , ৯ জুলাই ২০২৫ | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

কাতারে বাংলাদেশ দূতাবাস প্রতারক চক্রের কবলে

প্রতিবেদক
প্রবাস বাংলা
জুলাই ৯, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ

রমজান আলী জিসান, কাতার : কাতারে বাংলাদেশ দূতাবাসের সতর্কীকরণ বিজ্ঞপ্তি: প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান।

কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, দোহা। সম্প্রতি কিছু প্রতারক ব্যক্তি নিজেদের দূতাবাসের কর্মকর্তা/কর্মচারী কিংবা ব্যাংক প্রতিনিধির পরিচয় দিয়ে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করে ওয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংগ্রহের অপচেষ্টা করছে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়,
“প্রথমত, দূতাবাস হতে কোনো ব্যক্তিকে ফোন কলের মাধ্যমে কোনো তথ্য চাওয়া হয় না। বিশেষ প্রয়োজনে দূতাবাসের নির্ধারিত নম্বর থেকেই কল যাবে এবং তাও হবে পূর্বনির্ধারিত যোগাযোগের ভিত্তিতে।”

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,
কোনো ব্যাংক কর্মকর্তা বা প্রতিনিধির পরিচয়ে কেউ যদি প্রবাসীদের কাছ থেকে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য জানতে চায়, তাহলে তা সন্দেহজনক বলেই বিবেচিত হবে এবং অনতিবিলম্বে দূতাবাসকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে প্রবাসীদের সরাসরি কোনো ব্যাংক বা সরকারি দপ্তরের মাধ্যমে যাচাই করে পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এই বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয় এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:
ফোন: (+974) 4467 1927, 4467 3471

ই-মেইল: bdootqat@gmail.com

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত