ওমানে পালিত হয়েছে রয়্যাল ওমান পুলিশ দিবস

ওমানে রয়্যাল ওমান পুলিশ পালন করেছে তাদের বার্ষিক দিবস। এই উপলক্ষে নিজওয়ার সুলতান কাবুস পুলিশ একাডেমিতে সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টেট কাউন্সিলের চেয়ারম্যান শেখ আবদুল মালিক আল খালিলি।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের নতুন পুলিশ অফিসারদের গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়। এতে বিশেষায়িত, বিশ্ববিদ্যালয় ও সার্ভিস সিস্টেমসহ বিভিন্ন কোর্সের শিক্ষার্থীরা অংশ নেন। নতুন অফিসারদের মধ্যে অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ, রয়্যাল কোর্ট ও রাষ্ট্রীয় নিরীক্ষা দপ্তরের কর্মকর্তারাও ছিলেন।

নতুন অফিসাররা বিমান প্রকৌশল, নৌ-নেভিগেশন, লজিস্টিকস, জিআইএস, বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি, অপরাধ বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর নতুন অফিসাররা কুচকাওয়াজ প্রদর্শন করেন। পরে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের পুরস্কার দেন।

এরপর একাডেমির পতাকা হস্তান্তরের আনুষ্ঠানিকতা হয় এবং দায়িত্ব নতুন ব্যাচের হাতে তুলে দেওয়া হয়।

পরে নতুন অফিসাররা আরওপি’র গান “হুমাত আল হক” গেয়ে শপথ নেন এবং সুলতান হাইথাম বিন তারিকের প্রতি তিনবার সম্মান জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।

অনুষ্ঠানে অশ্বারোহী বাহিনী ও পুলিশ ব্যান্ডের পরিবেশনাও ছিল।

এ সময় ২০২৫ সালের আরওপি অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ট্রাফিক নিরাপত্তায় প্রথম হয় নর্থ আল শারকিয়াহ পুলিশ, ইনফ্যান্ট্রি প্রতিযোগিতায় প্রথম হয় সুলতান কাবুস একাডেমি এবং অপরাধ তদন্তে প্রথম হয় মাস্কাট পুলিশ।

নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে গবেষণায় প্রথম হন ড. মোজা আল মাকবালি ও ড. ইউসরা আল মুঘাইরি। দ্বিতীয় হন ড. আলি আল হিনাই এবং তৃতীয় হন খালিসা আল নাআবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *