
নিউজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক উদ্যোগ নিতে যাচ্ছে প্রবাসীকল্যাণ ব্যাংক। অচিরেই ব্যাংকটি শরীয়াহভিত্তিক (সুদমুক্ত) ঋণ কার্যক্রম চালু করতে যাচ্ছে, যা প্রবাসী শ্রমিক ও তাদের পরিবারের জন্য একটি বড় স্বস্তির খবর।
আজ প্রবাসীকল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-এর সঙ্গে এক আলোচনায় এ তথ্য জানা গেছে। তিনি জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই শরীয়াহভিত্তিক এই অর্থায়ন কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে ব্যাংক কর্তৃপক্ষ আশাবাদী।
প্রবাসী ভাইয়েরা দীর্ঘদিন ধরে সুদমুক্ত ও ইসলামসম্মত অর্থায়নের দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবির প্রেক্ষিতেই এই উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশেষ করে যারা ধর্মীয় কারণে প্রচলিত সুদভিত্তিক ঋণ গ্রহণ করতে অনিচ্ছুক ছিলেন, তাদের জন্য এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এই গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণে প্রবাসী সমাজকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ। তাঁর উৎসাহ ও পরামর্শেই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় আসে বলে জানা গেছে। এজন্য প্রবাসী সমাজের পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
প্রবাসীরা আশা করছেন, শরীয়াহভিত্তিক এই ঋণ কার্যক্রম চালু হলে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে, প্রবাসীদের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার হবে এবং তারা আত্মমর্যাদার সঙ্গে নিজেদের প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবেন।

এদিতে আসিফ নজরুল তার ফেজবুক লিখেন, প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম। আজকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে। উনি জানিয়েছেন এমাসের মধ্যে এই কার্যক্রম চালু করা সম্ভব হবে। এই পদক্ষেপ নিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। উনাকে অনেক ধন্যবাদ।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে এটি শুধু প্রবাসীদের জন্যই নয়, বরং দেশের সামগ্রিক অর্থনীতির জন্যও একটি ইতিবাচক বার্তা বহন করবে।

