লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ই-পাসপোর্ট সেবা

পিবিএন ডেস্ক :
লিবিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য অবশেষে চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ই-পাসপোর্ট (e-Passport) সেবা। আগামী ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ দূতাবাস, ত্রিপলীতে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

দূতাবাস সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের একটি কারিগরি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে দূতাবাসে অবস্থান করছে এবং ই-পাসপোর্ট সিস্টেম স্থাপনের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এর মাধ্যমে লিবিয়ায় বসবাসরত প্রবাসীরা আধুনিক ও ডিজিটাল পাসপোর্ট সেবার আওতায় আসবেন।

দূতাবাস কর্তৃপক্ষ জানায়, উদ্বোধনের পর প্রাথমিক পর্যায়ে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ার আশঙ্কা থাকায় এবং কারিগরি সীমাবদ্ধতার কারণে প্রতিদিন সীমিত সংখ্যক আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে—যেসব প্রবাসীর পাসপোর্টের মেয়াদ ছয় মাস বা এক বছরের কম, যাদের পাসপোর্ট বা ই-পাসপোর্ট হারিয়ে গেছে

তবে যাদের বর্তমান পাসপোর্টের মেয়াদ এক বছরের বেশি, তাদের পরবর্তী ধাপে আবেদন করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

অনলাইনে আবেদন ও অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক

আবেদন প্রক্রিয়া সহজ ও সুশৃঙ্খল করতে দূতাবাস অনলাইন ডাটা সংগ্রহের উদ্যোগ নিয়েছে। আগ্রহী আবেদনকারীদের গুগল ফর্মের মাধ্যমে সঠিক তথ্য প্রদান করতে বলা হয়েছে।

আবেদন লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdN7vbEcXOR5VlQgrTNfQA0FmpzwCV2ci1MwlX2-yrIBHeYLw/viewform?hl=en

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শহরভিত্তিক অগ্রাধিকার তালিকা তৈরি করে পর্যায়ক্রমে আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সরাসরি দূতাবাসে ভিড় না করার জন্য প্রবাসীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

হটলাইন নম্বর

ই-পাসপোর্ট সংক্রান্ত যেকোনো তথ্য বা জিজ্ঞাসার জন্য দূতাবাসের অফিসিয়াল হটলাইনে যোগাযোগ করা যাবে-📞 +২১৮ ৯১০০১৩৯৬৮**

দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের জন্য আধুনিক, স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা ও ধৈর্য কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *