প্রবাস বাংলা
বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

ওমানের সুলতানের কাছে বাংলাদেশ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

প্রতিবেদক
প্রবাস বাংলা
এপ্রিল ৯, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ

প্রবাস বাংলা ডেস্ক: ওমানের সুলতান হাইথাম বিন তারেকের কাছে নিজ পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল খন্দোকার মিসবাহ-উল-আজিম, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।

বুধবার (৯ এপ্রিল) ওমান আল বারাকা রাজ প্রাসাদে বাংলাদেশসহ বন্ধুত্বপূর্ণ ৭ টি দেশের রাষ্ট্রদূত সরাসরি সুলতানের সামনে তাদের পরিচয়পত্র তুলে ধরেন

একইদিনে ওমানে নিযুক্ত ৭টি দেশের রাষ্ট্রদূত উপস্থিত হয়ে তাদের পরিচয় পত্র তুলে দেন সুলতানের হাতে । এ সময় বাংলাদেশের জাতীয় সংগীত বাজিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আল বারকা প্যালেসে এদিন উপস্থিত ছিলেন বাংলাদেশ, থাইল্যান্ড, পাকিস্তান, ভারত, রাশিয়া, জাপান এবং সুদানের রাষ্ট্রদূতগণ। এ সময় রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক বিভিন্ন বিষয়েও আলোচনা করেন সুলতান।

রাষ্ট্রদূতগণ সুলতানের নেতৃত্বের প্রশংসা করেন এবং তার সু-স্বাস্থ্য, সুখ ও দীর্ঘজীবী কামনা করেন। নিজ নিজ দেশের নেতাদের শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন সুলতানের হাতে। রাষ্ট্রদূতগণ সুলতানের সামনে তাদের প্রমাণ-পত্রাদি উপস্থাপন করে নিজ নিজ দেশের সঙ্গে ওমানের সম্পর্ক উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

সুলতানও রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে তাদের নেতাদের শুভেচ্ছা জানান ও তাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ প্রকাশ করেন। একই সঙ্গে ওমানে দায়িত্ব পালনে তাদের জন্য সরকারের পক্ষথেকে সর্বাত্মক সমর্থন পাবেন বলে জানান সুলতান হাইথাম বিন তারেক।

এ সময় উপস্থিত ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী, দিওয়ান ও রয়েল কোর্টের মন্ত্রী, রয়্যাল প্রোটোকলের প্রধান, ওমানের রয়্যাল গার্ড অব কমান্ডার এবং সুলতানের সামরিক সহায়তা প্রদানকারীরা।

এদিকে, ওমানে বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল খন্দোকার মিসবাহ-উল-আজিম, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি সঙ্গে তার সহধর্মিণী লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম, দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক।

সর্বশেষ - জাতীয়