প্রবাস বাংলা
শুক্রবার , ৭ নভেম্বর ২০২৫ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

ওমান প্রবাসীদের সাধারণ ক্ষমার শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর

প্রতিবেদক
প্রবাস বাংলা
নভেম্বর ৭, ২০২৫ ৭:২১ পূর্বাহ্ণ

পিবিএন ডেস্ক : ওমান প্রবাসীদের ভিসা সংশোধনে চূড়ান্ত সময়সীমা বাড়াল, শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫

ওমানের শ্রম মন্ত্রণালয় ও রয়্যাল ওমান পুলিশ যৌথভাবে ঘোষণা করেছে যে, প্রবাসী কর্মী ও নিয়োগদাতাদের আইনগত অবস্থা সংশোধন ও বকেয়া জরিমানা এবং আর্থিক দায় মেটানোর জন্য দেওয়া সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। নতুন ও চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। এটি প্রবাসীদের জন্য শেষ সুযোগ, যাতে তারা কোনো ধরনের জরিমানা ছাড়াই তাদের বসবাসের অনুমতি নবায়ন করতে বা দেশ ত্যাগ করতে পারেন।

রয়্যাল ওমান পুলিশ সকল সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই বাড়ানো সময়সীমা কাজে লাগানোর আহ্বান জানিয়েছে এবং স্পষ্ট করেছে যে, এটি হবে সর্বশেষ দয়া সময়সীমা।

নতুন নির্দেশনায় দুটি প্রধান ছাড়ের বিষয় উল্লেখ করা হয়েছে। 

১. অবস্থান বৈধকরণ ও কর্মস্থল পরিবর্তন

যেসব প্রবাসী ওমানে থেকেই তাদের অবস্থান বৈধ করতে চান, তারা নিম্নোক্ত সুবিধা পাবেন:

 প্রবেশ বা বসবাসের অনুমতি মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে আরোপিত সব জরিমানা থেকে অব্যাহতি (কর্মসংস্থান ভিত্তিক রেসিডেন্স পারমিটধারীদের ক্ষেত্রে প্রযোজ্য)।
এই সুবিধা প্রযোজ্য হবে তখনই, যখন প্রবাসী তার বসবাসের অনুমতি নবায়ন করবেন বা নতুন নিয়োগদাতার অধীনে চাকরি স্থানান্তর করবেন — যা শ্রম মন্ত্রণালয়ের যাচাই সাপেক্ষে কার্যকর হবে।

 ২. স্থায়ীভাবে দেশ ত্যাগ

যেসব প্রবাসী স্থায়ীভাবে ওমান ত্যাগ করতে চান, তারা নিম্নোক্ত সুবিধা পাবেন:

কর্মসংস্থান ব্যতীত অন্য সব ধরনের ভিসা (যেমন ভিজিট, পরিবার বা ট্যুরিস্ট ভিসা) মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে আরোপিত জরিমানা থেকে সম্পূর্ণ অব্যাহতি।

দ্রুত পদক্ষেপের আহ্বান

কর্তৃপক্ষ সবাইকে অনুরোধ করেছে, যেন তারা চূড়ান্ত সময়সীমার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এই উদ্যোগের লক্ষ্য হলো প্রবাসীদের আইনি অবস্থান সুসংগঠিত করা, ওমানের অভিবাসন প্রক্রিয়া সহজতর করা এবং ভবিষ্যতে কোনো আইনি জটিলতা এড়ানো।

এই সময়সীমা শেষে আর কোনো অতিরিক্ত সুযোগ দেওয়া হবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সর্বশেষ - আর্ন্তজাতিক