প্রবাস বাংলা
রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন

প্রতিবেদক
প্রবাস বাংলা
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ

পিবিএন ডেস্ক : বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ক্লাবের নতুন হলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি। ক্লাবের সাধারণ সম্পাদক এম এন আমিন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মাস্কট এর সম্মানিত প্রথম সচিব জনাব আসাদুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাল্ফ এক্সচেঞ্জ এর কর্মকর্তা মাসুদ রাণা ও সিরাজ উদ দৌলা।

মাওলানা আশরাফ কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি,আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিআইপি, প্রধান অতিথি দূতাবাসের সম্মানিত প্রথম সচিব জনাব আসাদুল হক ও সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি সিরাজুল হক সিআইপি। পরে ঈদে মিলাদুন্নবী(সাঃ] এর তাৎপর্য ও গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন ক্লাবের ট্রেজারার মাওলানা আব্দুল সালাম আল কাদেরী ।

বক্তারা বলেন ১২ রবিউল আউয়াল। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর জন্ম ও ওফাত দিবস। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হিসেবে পালন করেন।

হজরত মুহাম্মদ (সাঃ) পৃথিবীতে এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।

সৌদি আরবের মক্কা নগরের বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।

সমগ্র আরব জাহান যখন পৌত্তলিকতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই আইয়ামে জাহেলিয়ার যুগে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-কে সারা বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ।

বিনয়, সহিষ্ণুতা, দয়া, সহমর্মিতাসহ সব মানবিক সদ্‌গুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল হজরত মুহাম্মদ (সাঃ) এর মধ্যে। শ্রেষ্ঠ মানবিক গুণাবলির অধিকারী হিসেবে তিনি ধর্ম-বর্ণ-সম্প্রদায়নির্বিশেষে সর্বকালে সর্বজনস্বীকৃত।

ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন তিলাওয়াত, বেশি বেশি দরুদ পাঠ, দান-খয়রাতসহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন।

মিলাদ শেষে দেশ, জাতি, ও বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত বিপুলসংখ্যক অতিথিরা নৈশ ভোজে অংশ নেন।

কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রস্তাবিত সোহার শাখা ও সিলেট উইংস এর উদ্যোক্তাগণ অনুমোদনপ্রাপ্ত সমগ্র উইংস সমূহের সদস্যবৃন্দ ও আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, অনুষ্ঠানের আহ্বায়ক হাফেজ নাজিম উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক ২ সিআইপি ও আবুল বশর সরকার, মহসীন আলী সরকার, শাহজাহান ভূইঁয়া , অজিত বরন শীল,তৌহিদুল আলম তৌহিদ, নুরুল আজিম মানিক । মাহফিলে বিপুল সংখ্যক বাংলাদেশ কমিউনিটির প্রবাসীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত সবাই প্রতিক্রিয়ায় বলেন সোশ্যাল ক্লাবের সকল প্রোগ্রাম এর যে আলেদা বৈশিষ্ট থাকে যা সুশৃঙ্খল মানসম্মত সর্বদা সফল। আজকের অনুষ্ঠানও তার ব্যতিক্রম নয় যা প্রশংসার দাবিদার।

উল্লেখ্য ৪০০ আসন বিশিষ্ট ধারণক্ষমতার ক্লাবের নতুন হল কমিউনিটির অসচ্ছল অসহায় ব্যক্তিরা খুবই স্বল্প খরচে যে কোন সামাজিক অনুষ্ঠান করতে পারবে। তাছাড়া সকল উইংস এর জন্য থাকবে বিশেষ সুবিধা। এই ঘোষণা দেন ক্লাবের সম্মানিত চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাত দফা দাবিতে চবি শিবিরের প্রকাশ্য মিছিল

ওমানে পটিয়া প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী সাংবাদিক সংর্বধনা

সৌদির সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ- ড. আসিফ নজরুল

সৌদির সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ- ড. আসিফ নজরুল

সিলেটসহ অন্যান্য স্থানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ

ওমান সালালাহ বসবাসরত বাংলাদেশিদের জন্য দূতাবাস মাস্কাটের জরুরি বিজ্ঞপ্তি

৩৬ জুলাই শিবিরের ভুমিকা – জুলকারনাইন সায়ের ৪ পর্বে দেখুন

ওমান বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের আত্মপ্রকাশ

ড. মিজানুর রহমান আজহারির বয়ানের মধ্যদিয়ে চট্টগ্রামে তাফসীরুল কুরআন মাহফিল শেষ হলো

ওয়েস্টমিনস্টার ব্রিজে আমাকে আটকে রাখা ‘ফেরেশতা’কে খুঁজছি

প্রধান উপদেষ্টার কাছে ওমান প্রবাসীর খোলা চিঠি