প্রবাস বাংলা
মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

ওমানে প্রবাসী পরিবারের ভিসা নবায়নে নতুন শর্ত

প্রতিবেদক
প্রবাস বাংলা
অক্টোবর ১৪, ২০২৫ ৩:০২ পূর্বাহ্ণ

পিবিএন ডেস্ক : ওমানে প্রবাসী পরিবারের ভিসা নবায়নে নতুন শর্ত, বিবাহ ও জন্মসনদ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে সত্যায়ন বাধ্যতামূলক।

ওমানে বসবাসরত প্রবাসীদের পরিবারের আবাসিক ভিসা নবায়নের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এখন থেকে নির্ভরশীল (স্বামী/স্ত্রী ও সন্তানদের) ভিসা নবায়নের সময় বিবাহ ও জন্মসনদের দূতাবাস এবং ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি রয়্যাল ওমান পুলিশ (ROP) নতুন এই শর্ত কার্যকর করেছে বলে নিশ্চিত করেছে মাসকাটস্থ ভারতীয় দূতাবাস।

বিষয়টি নিয়ে গত এক সপ্তাহ ধরে প্রবাসীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, কারণ কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে অনেক প্রবাসী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান যে, তারা ভিসা নবায়নের সময় সিভিল স্ট্যাটাস সেন্টারে গিয়ে নতুন এই শর্তের মুখোমুখি হয়েছেন।

এক প্রবাসী বলেন, “আমি মেয়ের রেসিডেন্ট কার্ড নবায়নের জন্য গেলে কর্মকর্তা জন্মসনদ চেয়ে বলেন, এটি অবশ্যই দূতাবাসের মাধ্যমে সত্যায়িত হতে হবে। সত্যায়ন ছাড়া তারা নবায়ন গ্রহণ করবেন না।”

অনুরূপ অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরও অনেক প্রবাসী।

দূতাবাস সূত্রে জানা গেছে, স্বামী বা স্ত্রীর ভিসা নবায়নের জন্য বিবাহ সনদ এবং সন্তানের ভিসা নবায়নের জন্য জন্মসনদ সত্যায়িত থাকা আবশ্যক।

ভিসা নবায়নের প্রথমে নিজ দেশের দূতাবাস থেকে সত্যায়ন করে, পরে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন করতো হবে।

ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা ওমান অবজারভার-কে বলেন, “রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা এসেছে। তাই ভিসা নবায়নের আবেদন করার আগে নথিপত্রের যথাযথ সত্যায়ন সম্পন্ন করা প্রয়োজন।”

অন্যদিকে, ভারতীয় দূতাবাসের অফিসিয়াল ভিসা ও অ্যাটেস্টেশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান SVIS জানিয়েছে, বিবাহ ও জন্মসনদের সত্যায়ন সেবার জন্য প্রবাসীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। পরে নির্ধারিত দিনে মূল সনদপত্রসহ SVIS সেন্টারে গিয়ে আবেদন জমা দিতে হবে।

দূতাবাস আরও জানিয়েছে, সত্যায়নের জন্য জমা দেওয়া সব নথি অবশ্যই মূল হতে হবে এবং আবেদনকারীর বৈধ পরিচয়পত্রসহ জমা দিতে হবে।

নতুন এই নিয়মে প্রবাসী ওমানে নতুন ফ্যামেলি ভিসা অথবা ওমানে বসবাসরত পরিবারের ভিসা নবায়ন উভয় ক্ষেত্রে প্রজোর্য্য হবে বলে জানা যায়।

এটি ভারত ছাড়াও বাংলাদেশ, পাকিস্তানসহ দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

পরিবারের ভিসা নবায়নের সময় এখন থেকে স্বামী/স্ত্রীর ক্ষেত্রে বিবাহ সনদ, সন্তানের ক্ষেত্রে জন্মসনদ, উভয় নথিই দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত থাকতে হবে।

সর্বশেষ - জাতীয়