১০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি, ওমানে বাংলাদেশী হিন্দু যুবক গ্রেফতার

প্রবাস বাংলা ডেস্ক; ওমানে বাতেনা অঞ্চল আল সুইকে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য করায় নিরব চন্দ্র শীল নামের ওমান প্রবাসী হিন্দু যুবককে সাধারণ জনতা আটক করে পরে ধর্ম অবমাননার প্রমান মিলায় পুলিশের কাছে সুপোর্দ করা হয়।

শনিবার (৪ মে) রাতে তাকে বাতেনা অঞ্চলের বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আটক করে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যাওয়ার কথা জানান স্থানীয়রা। গ্রেফতারকৃত নিরব চন্দ্র শীল ভোলা জেলার, চরফ্যাশন থানার, ইয়াছপুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

স্থানীয়রা জানান, নিরব চন্দ্র শীল ওমান বাতেনা অঞ্চলের আল খাদরা তাজ হাইপার মার্কেটের পূর্ব পাশে একটি সেলুনের দোকানে কাজ করে আসছে।

সে ফেসবুকে ইসলাম ও নবী নিয়ে বাজে মন্তব্য করায় সুইক এলাকার শতশত লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তারা আরো জানান- সেই প্রকাশ্য ইসলাম ধর্মী নিয়ে বহু আগে থেকে এমন মন্তব্য করে আসছে, এই নিয়ে তার মুসলিমসহপাঠীরা বেশ কয়বার নিষেধ করার পর কিছু দিন বন্ধ রাখলেও, পরে আবারো ধর্মনিয়ে এমন আচরণ করতে থাকে নিরব চন্দ্র শীল।

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি, ওমানে বাংলাদেশী হিন্দু যুবক গ্রেফতার

আপডেট সময় : ১১:৪৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪

প্রবাস বাংলা ডেস্ক; ওমানে বাতেনা অঞ্চল আল সুইকে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য করায় নিরব চন্দ্র শীল নামের ওমান প্রবাসী হিন্দু যুবককে সাধারণ জনতা আটক করে পরে ধর্ম অবমাননার প্রমান মিলায় পুলিশের কাছে সুপোর্দ করা হয়।

শনিবার (৪ মে) রাতে তাকে বাতেনা অঞ্চলের বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আটক করে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যাওয়ার কথা জানান স্থানীয়রা। গ্রেফতারকৃত নিরব চন্দ্র শীল ভোলা জেলার, চরফ্যাশন থানার, ইয়াছপুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

স্থানীয়রা জানান, নিরব চন্দ্র শীল ওমান বাতেনা অঞ্চলের আল খাদরা তাজ হাইপার মার্কেটের পূর্ব পাশে একটি সেলুনের দোকানে কাজ করে আসছে।

সে ফেসবুকে ইসলাম ও নবী নিয়ে বাজে মন্তব্য করায় সুইক এলাকার শতশত লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তারা আরো জানান- সেই প্রকাশ্য ইসলাম ধর্মী নিয়ে বহু আগে থেকে এমন মন্তব্য করে আসছে, এই নিয়ে তার মুসলিমসহপাঠীরা বেশ কয়বার নিষেধ করার পর কিছু দিন বন্ধ রাখলেও, পরে আবারো ধর্মনিয়ে এমন আচরণ করতে থাকে নিরব চন্দ্র শীল।