প্রবাস বাংলা
বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

দুই দিনের সফরে ওমানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

প্রতিবেদক
প্রবাস বাংলা
অক্টোবর ২২, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক: দুই দিনের সফরে ওমানে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ান সুলতান হাইতাম বিন তারিকের উষ্ণ অভ্যর্থনা, দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা।
তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ান ও তাঁর স্ত্রী এমিনে এরদোয়ান বুধবার (২২ অক্টোবর) দুই দিনের রাষ্ট্রীয় সফরে ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছেছেন।

প্রেসিডেন্ট এরদোয়ানের বিমানটি রয়্যাল এয়ারপোর্টে অবতরণ করলে ওমানের সুলতান হাইতাম বিন তারিক নিজে বিমানবন্দরে গিয়ে তাঁকে স্বাগত জানান। বিমানবন্দরে ২১ বার গোলন্দাজ সালাম ও গার্ড অব অনার প্রদর্শনের মাধ্যমে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়।

পরে সুলতান হাইতাম ও প্রেসিডেন্ট এরদোয়ান আল আলম প্রাসাদে বৈঠক করেন। সেখানে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

এই সফরের মাধ্যমে তুরস্ক ও ওমানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে দুই দেশের নেতারা আশা প্রকাশ করেছেন। সফরের সময় একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।

প্রেসিডেন্ট এরদোয়ানের এই সফর তাঁর উপসাগরীয় সফরসূচির শেষ ধাপ। এর আগে তিনি কুয়েত ও কাতার সফর করেছেন।

সর্বশেষ - জাতীয়