প্রবাস বাংলা
মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী

প্রতিবেদক
প্রবাস বাংলা
অক্টোবর ২৮, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ

পিবিএন ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তিনবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জর্ডান, কুয়েত ও বাহরাইনের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তিনি বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী। তিনি জানান, হাফেজ ত্বকী এই প্রতিষ্ঠান থেকেই হিফজ সম্পন্ন করেন এবং একাধিকবার জাতীয় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে অধ্যয়নরত ছিলেন।

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। পরে লাইফ সাপোর্টে নেওয়া হলেও শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াইয়ে পরাজিত হন তিনি।

সর্বশেষ - আর্ন্তজাতিক