
নিউজ ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত “জুলাই যোদ্ধাদের” মাঝে “অটোমেটিক হুইল চেয়ার ও কৃত্রিম চোখ প্রদান” শীর্ষক এক অনুপ্রেরণামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে রাজধানীর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান জনাব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া, এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল (অব.) কামাল আকবর।
প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব চানু গোপাল ঘোষসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে চোখে আঘাতপ্রাপ্ত ও গুরুতর আহত ৪৩ জন জুলাই যোদ্ধার কৃত্রিম চোখ প্রতিস্থাপনের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (CSR) খাত থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর নিকট ৬,৪৫,০০০/- (ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকার চেক হস্তান্তর করা হয়।
এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ২০টি অটোমেটিক হুইল চেয়ার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই মানবিক উদ্যোগ আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের মুক্তিযুদ্ধের চেতনায় জনগণের পাশে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটাবে।












