প্রবাস বাংলা
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

ওমান’সহ ৭ দেশে প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধন স্থগিত

প্রতিবেদক
প্রবাস বাংলা
নভেম্বর ২৭, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ

পিবিএন ডেস্ক : বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের নিবন্ধন প্রক্রিয়ায় ঠিকানা সংক্রান্ত ত্রুটির কারণে সাতটি দেশে ডাকযোগে ভোট নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থগিত হওয়া দেশগুলো হলো— ওমান, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় অনেক ভোটার সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান করেননি। ফলে ডাকযোগে ব্যালট পাঠানো ও ফেরত গ্রহণের ক্ষেত্রে জটিলতা দেখা দেয়। এই অবস্থায় উল্লিখিত সাত দেশে প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ডাকযোগে ভোট প্রদানের সুযোগ দিতে ইসি ‘Postal Vote BD’ অ্যাপ চালু করে। অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেই প্রবাসীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার সুযোগ পাওয়ার কথা ছিল।

ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্যমতে, বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ৫৩,০৯৬ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

ইসি জানিয়েছে, স্থগিত থাকা সাত দেশে ভোটারদের ঠিকানা যাচাই ও সংশোধনের পর পুনরায় নিবন্ধন কার্যক্রম চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

সর্বশেষ - আর্ন্তজাতিক