প্রবাস বাংলা
বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

লিবিয়া থেকে ১৭৬ বাংলাদেশি নাগরিক ফিরেছে দেশে

প্রতিবেদক
প্রবাস বাংলা
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ

পিবিএন ডেস্ক : লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে বাংলাদেশ দূতাবাস ধারাবাহিকভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭ সেপ্টেম্বর (বুধবার) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ১৭৬ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

প্রত্যাবাসিতরা ১৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর UZ222) মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বলে জানা গেছে।

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধি দল স্থানীয় অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে তাদের বিদায় জানান। এসময় দূতাবাসের প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত অবৈধ অভিবাসনের ঝুঁকি ও ক্ষতির কথা তুলে ধরে ভবিষ্যতে এ ধরনের ঝুঁকিপূর্ণ পথে বিদেশে না যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, অবৈধ অভিবাসনের ফলে শুধু ব্যক্তিই ক্ষতিগ্রস্ত হন না, পরিবার ও সমাজও ভোগান্তিতে পড়ে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।

প্রত্যাবাসিতদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, “আপনারা দেশে ফিরে নিজ নিজ এলাকায় অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করবেন। একইসঙ্গে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না। এ ক্ষেত্রে দূতাবাস সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।”

তিনি আরও উল্লেখ করেন, প্রত্যেক নাগরিক দেশের অমূল্য সম্পদ। বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশে গিয়ে দক্ষতা ও সততার সঙ্গে কাজ করলে কেবল পরিবারের জীবনমান উন্নত হয় না, দেশের সুনামও বৃদ্ধি পায়।

রাষ্ট্রদূত প্রত্যাবাসন কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএম-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

সর্বশেষ - জাতীয়