
পিবিএন ডেস্ক : ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের আজীবন সদস্য কার্ড ও সম্মাননা পেলেন, ওমান প্রবাসী ও কমিউনিটি নেতা জামাল শরফী।
ওমানের রাজধানী মাস্কাট সোশ্যাল ক্লাবের নতুন হলরুমে আইডি কার্ড বিতরণ ও এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্লাবের চেয়রাম্যান সিরাজুল হক সিআইপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জামাল শরফীর হাতে এই সম্মানন ক্রেস ও আজীবন সদস্যের আইডি কার্ড তুলে দেন ক্লাবের চেয়রাম্যান সিরাজুল হক ‘সিআইপি’, ক্লাবের প্রধান পোষ্টপোষক ইফতেখার উল হাসান চৌধুরী।
ক্লাবের সাধারণ সম্পাদক এমএন আমিন এর পরিচালনায় অনুষ্ঠানে।
এসময় আরো উপস্থিত ছিলেন
ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম চৌধুরী ক্লাবের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিআইপি, আজিমুল হক বাবুল সিআইপি, জয়েন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন, আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আবুল বশর সরকার।
উল্লেখ জামাল শরফী চট্টগ্রাম উত্তর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর সহ সভাপতি, সহ- সভাপতি সরফভাটা ইউনিয়ন তারেক জিয়া ঐক্য পরিষদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসকি শাখা, সাংগাঠনিক সম্পাদক নেজুয়া রিজিওনাল কমিটি, কার্য-নির্বাহী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওমান কেন্দ্রিয় কমিটি (অনুমোদিত), আজীবন সদস্য সরফ ভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম। আজীবন সদস্য, বাংলাদেশ শোস্যাল ক্লাব ওমান দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও রাংগুনিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ছাত্রদল রাঙ্গামাটি বিএম ইনস্টিটিউট শাখা। সহ সভাপতি বৃহত্তর রাংঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম ওমানের দায়িত্বও পালন করেছেন তিনি।
এদিকে সোশ্যাল ক্লাবের আজীবন সদস্যের সম্মাননা পেয়ে জামাল শরফী বলেন















