
নিউজ ডেস্ক: ওমানে পবিত্র রমজান মাস আগামী ১ মার্চ (শনিবার) শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ওমান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। একইসঙ্গে, চাঁদ দেখার সম্ভাব্য সময় হিসাব করে ঈদুল ফিতর ৩১ মার্চ (সোমবার) উদযাপিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
ওমান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মানমন্দির বিভাগের প্রধান আব্দুলওয়াহাব আল বুসাইদি বলেন, ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় চাঁদ দিগন্তে প্রায় আধা ঘণ্টা দৃশ্যমান থাকবে। সেদিন সন্ধ্যা ৬টা ৯ মিনিটে সূর্যাস্ত এবং ৬টা ৪০ মিনিটে চাঁদ অস্ত যাবে। চাঁদের উচ্চতা সাত ডিগ্রি থাকবে এবং আলোকিত অংশ মাত্র ০.৫ শতাংশ হবে। তাই যেকোনো অবস্থান থেকে চাঁদ দেখা সম্ভব হবে।
তিনি আরও বলেন, “প্রায় সব দেশেই রমজান ১ মার্চ (শনিবার) শুরু হতে যাচ্ছে।”
ঈদুল ফিতর সম্পর্কে আল বুসাইদি বলেন, ২৯ রমজান, যা ২৯ মার্চের সমান, সেদিন সূর্যাস্ত হবে ৬টা ২১ মিনিটে এবং চাঁদ অস্ত যাবে ৬টা ২৬ মিনিটে। তবে চাঁদের উচ্চতা মাত্র দুই ডিগ্রি এবং আলোকিত অংশ মাত্র ০.০৪ শতাংশ থাকবে, যা ওমানের মতো চাঁদ দেখার ভিত্তিতে ঈদ নির্ধারণকারী দেশগুলোর জন্য চাঁদ দেখা প্রায় অসম্ভব করে তুলবে।
এ কারণে ওমানে ৩০ দিন পূর্ণ করে ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতর পালিত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে যেসব দেশ শুধুমাত্র নতুন চাঁদের জন্মের ওপর নির্ভর করে, তারা ২৯ দিন রোজা রেখে ৩০ মার্চ ঈদ উদযাপন করতে পারে।













