
প্রবাস বাংলা ডেস্ক: ওমানে বৈশাখী মেলা টিকেট সংগ্রহের শেষ তারিখ ৩০ এপ্রিল গেইটে পাওয়া যাবে না টিকিট
ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব কর্তৃক আয়োজিত আগামী দুই মে বৈশাখী মেলার টিকেট শেষ। অনুষ্ঠানে স্থলে এবং গেটে কোন টিকেট পাওয়া যাবে না।
ওমানে বৈশাখী মেলার স্থান সোয়াদি হলিডে রিসোর্ট বা ওয়াটার পার্ক এ প্রবেশ মূল্য ৩ রিয়াল হলেও সোশ্যাল ক্লাব প্রবাসী বাঙ্গালীদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করেছে দুই রিয়াল। কেউ যদি ২ রিয়াল থেকে বেশি নেন তাহলে প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসব কর্মকাণ্ডে যারাই জড়িত তারা নিশ্চয়ই জানেন এটা দণ্ডনীয় অপরাধ। তাই সাবধান।
আমরা ওমান প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি বৈশাখী মেলার স্থানে বা গেইটে কোন রকমের টিকেট পাওয়া যাবে না। সুতরাং আপনার কেউ টিকেট ছাড়া মেলা প্রাঙ্গনে আসবেন না। কারণ আমাদের গেটে প্রচুর সংখ্যক সিকিউরিটি থাকবে। তাই আপনারা কেউ টিকেট ছাড়া ঢুকতে পারবেন না এবং যারা টিকেট সংগ্রহ করেননি তারা অবশ্যই অবশ্যই মেলা প্রাঙ্গণে যাতে না আসেন এই অনুরোধ রইল ।
টিকেট ছাড়া যদি এখানে লোক জড়ো হয় সিকিউরিটির হস্তক্ষেপে যদি কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার দায় দায়িত্ব সোশ্যাল ক্লাব নেবে না।
সিকিউরিটি কর্তৃক আমাদের কোন বাঙালি ভাই যাতে অপদস্থ না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সে কারণে আপনাদেরকে বারবার বলা হচ্ছে টিকেট ছাড়া কেউ মেলায় আসবেন না। কেউ টিকেট ছাড়া মেলায় আসলে অবশ্যই অবশ্যই ফেরত যেতে হবে। আমরা স্থানীয় পুলিশকে এ ব্যাপারে অবহিত করেছি এবং পুলিশ টহল থাকবে রীতিমতো। তাই মেলায় আসা সবাইকে সতর্কতা পালন করার জন্য অনুরোধ করা হচ্ছে।













