প্রবাস বাংলা
বুধবার , ২১ মে ২০২৫ | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

ওমানে সবচেয়ে উঁচু পতাকাদণ্ড উদ্বোধন বৃহস্পতিবার

প্রতিবেদক
প্রবাস বাংলা
মে ২১, ২০২৫ ৮:০৭ পূর্বাহ্ণ

ওমান মাস্কাট: ওমানের রাজধানী মাস্কাটের বুকে গর্বের এক নতুন স্মারক হিসেবে ২২ মে উন্মোচিত হচ্ছে ওমানের সবচেয়ে উঁচু পতাকাদণ্ড।

মাস্কাট মিউনিসিপ্যালিটির উদ্যোগে আল খুয়াইর স্কয়ারে স্থাপিত এই পতাকাদণ্ডটি ৪০ তলা ভবনের সমান উচ্চতায় ওমানের জাতীয় পতাকা উড়িয়ে দেবে, যা দেশের ঐক্য ও জাতীয় গর্বের প্রতীক হয়ে উঠবে।

১৮ মিটার চওড়া ও ৩১.৫ মিটার লম্বা বিশাল পতাকাটি গোটা শহর থেকে দেখা যাবে। ১৩৫ টন স্টিল দিয়ে নির্মিত পতাকাদণ্ডে বিমান চলাচলের জন্য লাল সতর্কবাতিও সংযুক্ত থাকবে। এটি স্থাপনের পর ওমানের সবচেয়ে উঁচু মানবনির্মিত কাঠামো হিসেবে রেকর্ড গড়বে, যেটি দেশটির সব ভবনকে ছাড়িয়ে যাবে।

এই ব্যয়বহুল প্রকল্পটির অর্থায়ন করেছে জিন্দাল স্টিল সোহার। প্রতিষ্ঠানটির সিইও হর্ষা শেঠি বলেন, “এই পতাকাদণ্ড শুধু স্টিল আর প্রকৌশলের বিষয় নয় – এটি ওমানের অগ্রগতি ও ভবিষ্যৎ দর্শনের প্রতি আমাদের শ্রদ্ধা। জাতীয় গর্ব আর সামাজিক সম্পৃক্ততা নিয়ে গড়ে ওঠা এই প্রকল্পে অবদান রাখতে পেরে আমরা গর্বিত।”

একই দিনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে নতুনভাবে নির্মিত আল খুয়াইর স্কয়ারও। প্রায় ১৮,০০০ বর্গমিটার জায়গা জুড়ে তৈরি এই উন্মুক্ত স্থানে থাকছে সবুজ উদ্যান, খেজুর গাছের ছায়া ঘেরা হাঁটার পথ ও সাইকেল ট্র্যাক, স্কেট পার্ক, খোলা জায়গায় শিল্পকর্ম প্রদর্শনী এলাকা, বহুমুখী ক্রীড়া মাঠসহ নানা নাগরিক সুবিধা। দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত টয়লেট ও ১০০টির বেশি গাড়ি রাখার পার্কিং সুবিধাও রাখা হয়েছে।

এই বিশাল আয়োজন মাস্কাট শহরের উন্নয়ন ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশপ্রেম ও নাগরিক অংশগ্রহণের চেতনাকে আরও দৃঢ় করবে এই পতাকা ও স্কয়ারের যুগল উন্মোচন।

সর্বশেষ - জাতীয়