
রমজান আলী জিসান, কাতার : বিশ্বকাপ বাছাইপর্বে সুযোগ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে কাতার জাতীয় ফুটবল দল। এই দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার নাবিল ইরফান, যিনি ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন।
নাবিল ২০২১ সালে কাতারের ঘরোয়া লিগের ক্লাব আল-ওয়ারকাহ এসসি-তে যোগ দিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। ডিফেন্সিভ পজিশনে খেলা এই তরুণ দ্রুতই নজর কাড়েন তার বল কন্ট্রোল, গেম রিডিং এবং ঠান্ডা মাথার সিদ্ধান্ত নেওয়ার অসাধারণ ক্ষমতার মাধ্যমে। তার ধারাবাহিক পারফরম্যান্সের ফলে কাতার জাতীয় দলের প্রধান কোচ হুলেন লোপেতগুই তাকে বিশ্বকাপ বাছাইয়ের দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন।
এর আগেও নাবিল কাতারের অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচে অংশ নেন এবং প্রশংসনীয় পারফরম্যান্স উপহার দেন। এবার তার সামনে আরও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ এসেছে।
কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক পেজেও নাবিল ইরফানকে স্কোয়াডে অন্তর্ভুক্তির খবরটি গুরুত্ব দিয়ে প্রচ














