
পিবিএন ডেস্ক : মালয়েশিয়ার পেনাং, কেদাহ, পেরাকসহ পার্শ্ববর্তী এলাকার প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটদান বিষয়ে কেদাহ’র কুলিমে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি প্রবাসীদের সাথে মতবিনিময় করেন এবং জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন। সভার সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং কোনো প্রকার চাপ বা প্রভাবে প্রভাবিত হবে না বলেও তিনি উল্লেখ করেন।
প্রবাসী ভোটদানের প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে কমিশনার জানান, প্রবাসীদের জন্য “তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং” চালুর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ থাকবে। এরপর ব্যালট পেপার ও ফিরতি খাম ডাকযোগে প্রবাসীদের কাছে পাঠানো হবে। তারা ভোট প্রদান করে নির্দিষ্ট খামে পাঠালে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে। ভোটাররা অনলাইনে তাদের ভোটের অগ্রগতি ট্র্যাকও করতে পারবেন। এ প্রক্রিয়ায় প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তিনি।
ভারপ্রাপ্ত হাইকমিশনার তার বক্তব্যে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে সুযোগ সৃষ্টি করার জন্য নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে হাইকমিশন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক প্রচার চালাবে।
পরে নির্বাচন কমিশনার প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন এবং সাংবাদিক ও প্রবাসীদের নানা প্রশ্নের উত্তর দেন। প্রশ্নোত্তর পর্বে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচিত হয়।
অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে প্রবাসীদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।













