
ওমান মাস্কাট : ওমান ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী এবং আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সোশ্যাল ক্লাব, মাস্কাটের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে “গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট”। প্রবাসী বাংলাদেশিদের মাঝে ক্রীড়া চেতনা জাগিয়ে তোলা এবং কমিউনিটিকে ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।
বাংলাদেশি কমিউনিটির খেলাধুলায় অগ্রগতি: বাংলাদেশ সোশ্যাল ক্লাব দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত করে আসছে। বিশেষত ফুটবলকে ঘিরে ওমানের বাংলাদেশি কমিউনিটি এখন অনেক সক্রিয়। অসংখ্য টিমের অংশগ্রহণ ও তরুণদের আগ্রহের কারণে ফুটবল এখানে একটি বড় উৎসবে পরিণত হয়েছে। ক্লাবের নেতৃত্ব বলছে, এই ধারাবাহিকতায় গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ টুর্নামেন্ট একটি ঐতিহাসিক আয়োজন হিসেবে স্থান করে নেবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও সীমাবদ্ধতা:
টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী ফুটবল টিমগুলোকে আগামী ১০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তবে সীমিত সুযোগের কারণে সব টিমকে গ্রহণ করা সম্ভব হবে না। এজন্য আয়োজক কমিটি আগে আসলে আগে পাবেন নীতিতে রেজিস্ট্রেশন গ্রহণ করছে। নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন সম্পন্নকারী টিমগুলিই কেবল এই টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে।
কমিউনিটির জন্য ইতিবাচক প্রভাব:
ফুটবল টুর্নামেন্টটি শুধু বিনোদনের জন্য নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিজয় দিবসের প্রাক্কালে এমন একটি আয়োজন কমিউনিটিকে জাতীয় চেতনা ও আনন্দের আবহে উজ্জীবিত করবে।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ,সিরাজুল ইসলাম সিআইপি, স্পোর্টস সেক্রেটারি 9944 2408, আবুল বশর সরকার, অর্গানাইজিং সেক্রেটারি, 9944 4195, ইঞ্জিনিয়ার আব্দুল কাদের স্পোর্টস উইং, 9739 2313, অজিত বরণ শীল কালচারাল সেক্রেটারি, 7645 0060 নুেুল আমিন মানিক মেম্বার যোগা করার অনুরোধ করেছে ক্লাব।
বাংলাদেশ সোশ্যাল ক্লাবের এই টুর্নামেন্টকে ঘিরে ওমানে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ইতিমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে। খেলাধুলাকে কেন্দ্র করে বাংলাদেশি তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি এই আয়োজন দুই দেশের সম্পর্ককেও আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।