
পিবিএন ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ সেপ্টেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানান।
তারেক রহমান পোস্টে বলেন, “শারদীয় দুর্গাপূজা যেন বাংলাদেশে আনন্দ, শান্তি ও ঐক্য বয়ে আনে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এ উৎসব উদযাপিত হয়ে আসছে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার এই ঐতিহ্যই বাংলাদেশের শক্তি, যা রক্ষা করতে হবে।”
তিনি আরও বলেন, “ধর্মীয় উৎসবের সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টা কেবল লজ্জাজনক নয়, বাংলাদেশের মৌলিক মূল্যবোধের ওপরও আঘাত। এই ধরনের ষড়যন্ত্র রোধে সতর্ক থাকতে হবে।”
তারেক রহমান বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করবে এবং হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা রক্ষা করবে। তিনি ধর্মীয় সম্প্রীতির চেতনার প্রতি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, “বাংলাদেশের সব নাগরিকের ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার নিশ্চিত করতে হবে।”











