
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে সুলতানাত অব ওমান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি টেকসই ও সম্মানজনক চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ওমান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
বর্তমান সংকটের প্রেক্ষাপটে শুক্রবার ওমানের সুলতান *হাইতাম বিন তারিক* এর সঙ্গে টেলিফোনে কথা বলেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাঁরা আঞ্চলিক উত্তেজনা, শান্তিপূর্ণ সমাধানের পথ এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার উপায় নিয়ে আলোচনা করেন।
ইতালির প্রধানমন্ত্রী ওমানের কূটনৈতিক ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, সুলতানের দূরদর্শী নেতৃত্বে ওমান যে শান্তিপূর্ণ সংলাপ ও কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও সহযোগিতা বৃদ্ধির ব্যাপারেও একমত হন।
এদিকে শনিবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর বিন হামাদ আল বুসাঈদী, বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপে অংশ নেন। ইসরায়েলের ইরানে সামরিক হামলার প্রেক্ষাপটে এই আলোচনাগুলো শান্তিপূর্ণ সমাধান খোঁজার কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী আগ্রাসন বন্ধ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খোঁজার ওপর জোর দেন, যাতে করে রক্তপাত ও ধ্বংস এড়ানো যায় এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় থাকে।
এদিকে, ইসরায়েলের বিমান হামলার জেরে ইরান ঘোষণা করেছে যে, ১৫ জুন মাস্কাটে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ষষ্ঠ দফার পারমাণবিক আলোচনা, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ওমান নিউজ এজেন্সি ও ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে।












