প্রবাস বাংলা
সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

ওমানে রমজানকে ঘিরে যেসব খাদ্য অভিযান শুরু

প্রতিবেদক
প্রবাস বাংলা
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ

প্রবাস ডেস্ক: রমজানকে সামনে রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ওমানের ধোফার পৌরসভার স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিভাগ তদারকি অভিযান শুরু করেছে। বিশেষ করে মাংস বিক্রি, বেকারি এবং রেস্তোরাঁর মতো চাহিদাসম্পন্ন খাতগুলোর ওপর নজর দেওয়া হচ্ছে, যাতে এসব প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে পারে।

এদিকে, কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ও বাজারে পর্যাপ্ত পরিমাণে মাংস ও মাছ সরবরাহের নিশ্চয়তা দিয়েছে। দামের স্থিতিশীলতা বজায় রাখতে তারা বিশেষ উদ্যোগ নিয়েছে। চলতি মাসের ১ তারিখ থেকে ওমানে ১ লাখ ৬৯ হাজার ২০০টি গবাদি পশু—গরু, ছাগল ও ভেড়া—আমদানি করা হয়েছে। এছাড়া, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বাজারে পর্যাপ্ত মাছ সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (সিপিএ) খাদ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর নজরদারি চালাচ্ছে। ছোট-বড় সব ধরনের বিপণিকেন্দ্রে মূল্য কারসাজি প্রতিরোধ ও প্রতারণামূলক বিজ্ঞাপন বন্ধে অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে রমজান উপলক্ষে বিভিন্ন অফারের নামে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়া হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে ভোক্তাদের সচেতন করতে প্রচারণাও চালানো হচ্ছে।

নিম্ন আয়ের পরিবারের সহায়তায় সিপিএ ‘রমজান বাস্কেট’ উদ্যোগ চালু করেছে, যা বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এই উদ্যোগের আওতায় ছাড়কৃত মূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করা হবে, যাতে পবিত্র মাসে নিম্নবিত্তরা আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারে। পাশাপাশি, রমজানে চাহিদা বৃদ্ধি পেলেও ন্যায্য মূল্য নিশ্চিত করতে সিপিএ কাজ করে যাবে।

সর্বশেষ - জাতীয়