
প্রবাস বাংলা ডেস্ক: ওমানে প্রতি বছরের ন্যায় এবারেও প্রবাসী সাংস্কৃতিক সংসদ, ওমানের উদ্দ্যােগে পবিত্র ঈদ পূর্ণমিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
ওমানের কুরিয়াত অঞ্চলের স্থানীয় একটি রিসোর্টে আয়োজিত ঈদ পূর্ণমিলনীতে প্রচুর সংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন।
এসময় তার ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন। হাজার কিলোমিটার দূরে স্বজন ছাড়া একাকিত্ব ঈদ যেনো এক মুহুর্তে যেন ভুলিয়ে দিয়েছে প্রবাসীদের একাকিত্ব।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান শুরু করা হয়।
প্রবাসী সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক মাজহারুল ইসলাম শিমুলের সঞ্চালনায়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্ধু সমাজ কুরিয়াত শাখার সহ-সভাপতি বোরহান উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন বন্ধু সমাজ আল আমরাত শাখার সেক্রেটারি ইঞ্জিনিয়ার হাসান মাহামুদ এবং প্রবাসী সাংস্কৃতিক ফোরামের সহকারী পরিচালক মাওলানা মুহিউদ্দিন।
পরে, প্রবাসী সাংস্কৃতিক ফোরামের পরিচালক এবং শিল্পী আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে যৌথ কণ্ঠে ঈদের গান পরিবেশনা করেন, নূরুল আফসার, ফারুক, আবদুল আহাদ।
নোয়াখালী’র আঞ্চলিক গান সহ ইসলামি সংগীত গুলো ঈদ পূর্ণ মিলনীকে প্রানবন্ত করে তুলেছিলো।
এসময় আহত অতিথিরা বলেন, ঈদের স্মৃতিচারণের পাশাপাশি হেদায়েতী বক্তব্যের মাধ্যমে দুনিয়াবি ভোগ বিলাসিতা ছেড়ে মানব জাতির হেদায়েতের পথ কোন দিকে এই বিষয়ে আলোকপাত করা হয়।
ডেলিগেট সদস্যদের বেলুন ফোটানোর খেলা খুবই সুন্দর এবং উপভোগ্য ছিলো। সর্বোপরি ডেলিগেটদের রিসোর্টের প্রাকৃতিক পরিবেশ উপভোগ, সুইমিংপুলের সাতার কাটা, সবাই মিলে একসাথে দুপুরের খাবার (যা প্রবাসী সাংস্কৃতিক সংসদের সদস্যদের দ্বারা বনভোজন স্টাইলে রান্না করা) গ্রহণের সময়গুলো ছিলো খুবই আনন্দপূর্ণ। প্রতিষ্ঠাতা পরিচালক মাজহারুল ইসলাম শিমুলের বক্তব্যে অসহায় এবং মজলুম ফিলিস্তিনের মুসলমানদের উপর জালিমদের নির্মম গণহত্যা এবং অত্যাচারের চিত্র ফুটে ওঠে। সর্বশেষ ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং বাংলাদেশ সহ বিশ্বের সকল মজলুমদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠান শেষে ওমান আরব সাগর পরিদর্শন এবং স্থানীয় এক পার্কে সংগীত আড্ডার আয়োজন করা হয়।