প্রবাস বাংলা
বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

সৌদি আরবে যুবক অপহরণ, মুক্তিপণ চাওয়া হলো ১৫ লাখ টাকা

প্রতিবেদক
প্রবাস বাংলা
মে ২৯, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ

রমজান আলী জিসান:  সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া এলাকা থেকে আরিফ হোসেন নামে এক বাংলাদেশি প্রবাসীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। ২৯ মে (বুধবার) রাত আনুমানিক ৩টার দিকে বাথা মানফুয়া থেকে তাকে তার গাড়িসহ অপহরণ করা হয়।

ভুক্তভোগী আরিফ হোসেনের গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা গ্রামে। তার বাবার নাম আবুল বাশার। জানা গেছে, ধার করে কেনা গাড়িটির ঋণ এখনও পরিশোধ হয়নি এবং তিনি রিয়াদে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে (হ্যাঙ্গার স্টেশন) কর্মরত ছিলেন।

আরিফের প্রতিবেশী এবং বড় ভাই মোহাম্মদ রুবেল জানান, ঘটনার রাতে ডিউটি শেষে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন আরিফ। ঠিক তখনই দুই-তিনজন বাংলাদেশি আরোহী গাড়ি ভাড়া করতে চেয়ে তাকে থামায়। দরদাম করার পর ভাড়ার অগ্রিম দেওয়ার কথা বলে তাকে গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা।

পরবর্তীতে তারা আরিফকে অজ্ঞাত এক জায়গায় নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালায় এবং তার গ্রামের ঠিকানা ও পরিবারের ফোন নম্বর জেনে নেয়। এরপর আরিফের মায়ের ইমো নম্বরে কল করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিকাশের মাধ্যমে এই অর্থ লেনদেন করতে বলে অপহরণকারীরা।

আরও আতঙ্কের বিষয় হচ্ছে, অপহরণকারীরা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে আরিফকে হত্যা করার হুমকি দিচ্ছে এবং বারবার ইমোতে ভিডিও কলে নির্যাতনের দৃশ্য দেখাচ্ছে। এমনকি বড় ভাই রুবেলকে ফোন দিয়ে দায় চাপিয়ে তাকেও গুম-খুনের হুমকি দেওয়া হচ্ছে।

রুবেল জানান, “আমার ভাইকে বাঁচাতে আমরা যা সম্ভব করছি চেষ্টা করছি, কিন্তু এত বিশাল অঙ্কের মুক্তিপণ সংগ্রহ করা অসম্ভব। আমার মা দিশেহারা হয়ে পড়েছেন। অপহরণকারীদের কাছ থেকে সাময়িক সময় চাওয়া হয়েছে, কিন্তু তারা ভয়াবহ হুমকি দিয়ে চলেছে।”

আরিফ হোসেনের পরিবার সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ সরকার এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে, যেন আরিফকে সুস্থ অবস্থায় দ্রুত উদ্ধার করা সম্ভব হয়।

সর্বশেষ - জাতীয়