
ওমানের ফিনটেক খাতে এক নতুন দিগন্তের উন্মোচন করল আন্তর্জাতিক প্রতিষ্ঠান (One Royal International) ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনাল।
দুই দশকের অভিজ্ঞতা ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবায় সমৃদ্ধ প্রতিষ্ঠানটি ওমানের রাজধানী মাস্কাটে একটি অভিজাত হোটেলে আয়োজন করে ওমানে তাদের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
ফিতা কেটে কোম্পানিটির শুভ উদ্বোধন করেন, ওমান ফার্লামেন্টের শুরা সদস্য শেখ আহমেদ বিন সাঈদ আল বালুশি।
আরও উপস্থিত ছিলেন শুরা কমিটির সদস্য শেখ মোহাম্মদ বিন শামবেহ আল বালুশি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার মি. হোমেদ আল বারাসদি।
ওমান রয়্যাল ইন্টারন্যাশনাল নির্বাহী পরিচালক সৈয়দ তানভীর আহমেদ, পার্টনার মোঃ মোরশেদ, ও ব্যবস্থাপনা পরিচালক রবিউল হাসান।
ওমান কমিউনিটির নেতৃবৃন্দের মধ্য উপস্থিত ছিলেন, ইয়াসিন চৌধুরী সিআইপি, ফোরকান আহমেদ, তৌফিকুজ্জামান সিআইপি, বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদুল আলম ও মিজানুর রহমান।
কোম্পানি’র নির্বাহী পরিচালক জানান- ওমানের স্থানীয় ট্রেডারদের জন্য তারা চালু করছে বিনামূল্যের ট্রেডিং প্রশিক্ষণ কর্মসূচি। এতে গুরুত্ব পাবে সচেতন বিনিয়োগ, ঝুঁকি হ্রাস এবং নিরাপদ ট্রেডিং অভ্যাস।
পুরো অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে উপস্থাপনা করেন বাংলাদেশ স্কুলের সাবেক একাডেমিক ডাইরেক্টর মোঃ মুস্তাফিজুর রহমান।
ওমানে One Royal-এর পথচলা শুরু হলো প্রযুক্তি, জ্ঞান ও আর্থিক অন্তর্ভুক্তির এক নতুন অধ্যায়ের মধ্য দিয়ে।














