
পিবিএন ডেস্ক : আগামী ২৭ মার্চ ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সাধারণ সভাকে সামনে নতুন করে সদস্য আহবান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্লাব।
সোশ্যাল ক্লাবের অফিসিয়াল ফেজবুক পেইজে ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশির উদ্দেশ্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, সালতানাত অব ওমানের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমান-এর বার্ষিক সাধারণ সভা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী ২৭ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রিয় প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের প্রতি অনুরোধ, আপনারা ক্লাবের সদস্য পদ গ্রহণ করে সক্রিয়ভাবে যুক্ত হোন। আপনাদের অংশগ্রহণেই ক্লাব হবে প্রাণবন্ত ও সবার জন্য কল্যাণকর।
মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী,
নতুন সদস্য পদ গ্রহণের পর ন্যূনতম ছয় মাস পূর্ণ হলে অথবা পুরাতন সদস্যরা বকেয়া ফি পরিশোধ সাপেক্ষে একজন সদস্য বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
•নতুন সদস্য পদ গ্রহণের মেয়াদ কমপক্ষে এক বছর পূর্ণ হলে ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ক্লাবের বার্ষিক সাধারণ সভার আলোচ্যসূচী সদস্যদের সদয় অবগতির জন্য যথাসময়ে জানানো হবে। আমরা বিশ্বাস করি, আপনাদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে ক্লাবের কার্যক্রম আরও সমৃদ্ধ ও সফল হবে।














