
প্রবাস বাংলা ডেস্ক: দোহায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ৬টি ক্ষেপনাস্ত্র হামলায় সাময়িক বন্ধ রয়েছে কাকারের আকাশসীমা।
এমন পরিস্থিতিতে ওমান এয়ার সাময়িকভাবে মানামা (বাহরাইন), দুবাই (ইউএই), দোহা (কাতার) ও কুয়েত শহরের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ওমান এয়ার।
বিমান সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট কার্যক্রম আবার শুরু করা হবে। অন্যান্য রুটেও বিলম্ব হতে পারে, তাই যাত্রীদের ওমান এয়ারের ওয়েবসাইটে ফ্লাইটের সিডিউল চেক করার অনুরোধ জানিয়েছে।
ওমান এয়ার বলেছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নতুন তথ্য পাওয়া মাত্র ফ্লাইট নিজ নিজ গন্তব্য পৌছাবে। একই সাথে যাত্রীদের জানানো হবে।














